ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে হারানোর ক্ষমতা আছে চিলির

প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৬ জুন ২০১৬

কোপা আমেরিকায় ৯০ মিনিটের খেলাতে আজ পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে পারেনি চিলি। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে হারালো নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে। সেসব সমীকরণকে পেছনে ফেলে আর্জেন্টিনাকে হারিয়ে আবারও কোপা জয়ের স্বপ্নে বিভোড় চিলি। আর্জেন্টিনা এবং মেসিকে হারানোর ক্ষমতা চিলির রয়েছে বলি অভিমত ব্যক্ত করেন চিলির কোচ হুয়ান অ্যান্থনিও পিজ্জি।

হোর্হে সাম্পাওলির পদত্যাগের পর আর্জেন্টাইন কোচ পিজ্জি চিলির দায়িত্ব নেন। আর দায়িত্ব নিয়েই প্রথম মেয়াদে দলকে কোপার ফাইনালে ওঠান তিনি। স্বদেশী মেসিকে আর্জেন্টিনার ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আখ্যা দিয়ে পিজ্জি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়টির বিপক্ষে খেলতে নামবো। আমরা বিশ্বাস করি তাদেরকে হারাতে পারবো।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারে চিলি। হারের ফলেও ফাইনালে উঠতে তেমন বেগ পেতে হয়নি চিলিকে। চিলির সবথেকে ভয়ের কারণ হতে পারে মেসির বিধ্বংসী ফর্ম। কোপার ফাইনালকে নিজের কোচিং অধ্যায়ের সেরা মুহূর্ত উল্লেখ করে পিজ্জি বলেন, ‘এটি আমার কোচিং অধ্যায়ের সেরা ম্যাচ।আমি পুরো দলের সঙ্গেই এটিকে উপভোগ করছি। আমরা আস্তে আস্তে বেড়ে উঠেছি।আমরা জয়ের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী।

কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে ফাইনাল থেকে ছিটকে গেছেন মার্সেলো ডিয়াজ। তাছাড়া দলে দু-একটি ইনজুরি সমস্যা থাকলে পূর্ণ দল নামাতে বেগ পেতে হবেনা চিলির কোচকে। বর্তমান চিলি দলটিকে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে তুলনা করে পিজ্জি বলেন, ‘ইতিহাসের হাত ধরেই বলি, এই দলটাই এখনকার সময়ের আর্জেন্টিনা, জার্মানি অথবা স্পেনের মত দলগুলোর সঙ্গে তুলনা করার যোগ্যতা রাখে।’

আরআর/এমএস

আরও পড়ুন