রোনালদোর সামনে এবার ‘বন্ধু’ মদ্রিচের ক্রোয়েশিয়া
গ্রুপ পর্বে কোন ম্যাচ না জিতেই ইউরো টুর্নামেন্টের নকআউট রাউন্ডে উঠেছে রোনালদোর পর্তুগাল। পর্তুগালই প্রথম দল যারা এমন ঘটনার জন্ম দিল। গ্রুপ পর্ব কোনমতে উৎরাতে পারলেও নকআউট রাউন্ডেই রোনালদো মুখোমুখি তার বন্ধু মদ্রিচের দল ক্রোয়েশিয়ার। রিয়াল মাদ্রিদে একই সঙ্গে খেলে থাকেন দুজন। কয়েকদিন আগেই গলায় গলা মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তারা। এবার দেশের হয়ে একে অপরের বিপক্ষে লড়াই করার পালা। পর্তুগালের শুধু রোনালদোই আছে আর ক্রোয়েশিয়ার রয়েছে পুরো দল।
ফুটবল ইতিহাসে কখনো পর্তুগালের বিপক্ষে জিততে পারেনি ক্রোয়েশিয়া। তিনবারের মোকাবেলায় তিনবারই হারের স্বাদ পেতে হয়েছে মদ্রিচ-রাকিতিচদের। কিন্তু ক্রোয়েশিয়ার বর্তমান ফর্ম বেশ ভাবাচ্ছে রোনালদোদের। দলে মদ্রিচ, রাকিতিচ, কোভাচিচ, ক্লানিচ এবং মানজুকিচের মত অসাধারণ প্রতিভাবান কিছু খেলোয়াড় রয়েছেন। তাছাড়া গোলবারের সামনে অতন্দ্র প্রহরী হিসেবে রয়েছেন সুবাচিচ।
এই দলটাই স্পেনের গ্রুপে পড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠে। স্পেনের মত দলকে তারা ১-০ গোলে হারায়। এতেই অনেকটা বোঝা যায় তাদের শক্তিমত্তা। দলে কোন ইনজুরি সমস্যা না থাকলেও মদ্রিচের শুরুতেই একাদশে থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েই গেছে। তবে মদ্রিচ না থাকলেও দলের পারফরম্যান্সে তেমন কোন প্রভাব ফেলবে না সেটি স্পেনের বিপক্ষে ম্যাচ দেখে বোঝা গেছে।
ক্রোয়েশিয়ার মত অত তারকা ফুটবলার নেই পর্তুগাল দলে। কিন্তু রোনালদো নামক ফুটবলার যেই দলে রয়েছে সেই দলে আর তারকা না থাকলেও চলবে। তবে টুর্নামেন্টে অনেক ছন্নছাড়া ফুটবল খেলছে সান্তোসের দল। একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা। শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে তিন তিনবার পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ম্যাচ ড্র করে রোনালদোর জোড়া গোলে।
ক্রোয়েশিয়ার জন্য হুমকির কারণ হতে পারে রোনালদোর ফর্মে ফেরাটা। জোড়া গোল করার পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে চারটি ইউরো টুর্নামেন্টে গোল করার নজির সৃষ্টি করেছেন রোনালদো। তবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সেরাটা দেওয়ার পক্ষে রোনালদো। ২০১৩ সালে দু দলের শেষ দেখাতেও রোনালদোর একমাত্র গোল জয় পেয়েছিল পর্তুগাল। ইতিহাস পর্তুগালের পক্ষে থাকলেও বর্তমান যে পুরোটাই বিপরীত সেটি স্বয়ং রোনালদোও বুঝে।
আরআর/আরআইপি