আবারও ছুটিতে হাথুরুসিংহে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দীর্ঘ ছুটিতে গিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রায় দুই মাস ছুটি কাটিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন গত ১ জুন। এরপর অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগের কিছু খেলা দেখেছেন তিনি। ভুমিকা রেখেছেন বিতর্কিত দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠনে। এরপর হঠাৎ করেই নেই তিনি। জানা গেছে, আবারও ছুটিতে চলে গেছেন তিনি। গত ১৯ জুন আবারও অস্ট্রেলিয়ায় চলে গেছেন বাংলাদেশ দলের কোচ।
তবে চন্ডিকা হাথুরুসিংহে এবার ছুটিতে গেলেও কবে ফিরবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলছে না। কারণ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে সংবাদ মাধ্যম থেকে প্রশ্নটা করা হলেও স্পষ্ট কোন উত্তর তিনি দিতে পারেননি। তিনি শুধু জানিয়েছেন, ‘আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। এরপরই ক্যাম্প শুরু। কোচ তার আগেই চলে আসবেন।’
বিসিবির সঙ্গে কোচ চন্ডিকা হাথুরু সিংহের প্রথম যে হয়েছিল তাতে উল্লেখ ছিল, বছরে ৬০ দিন ছুটি পাবেন তিনি। তবে চুক্তিতে থাকলেও গত দুই’বছরে লংকান এই কোচ ছুটি কাটিয়েছেন প্রায় ২২০ দিন! এ বিষয়ে জানতে চাইলে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘চুক্তিতে কিছু শর্ত তো লেখা থাকেই। তবে কোচদের কাজের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে বাড়তি ছুটি দেওয়ার এখতিয়ার আছে কর্তৃপক্ষের।’
যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর আগে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, কোচ যে বাড়তি ছুটি কাটাচ্ছেন সেটি নাকি তার জানাই নেই!
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে কোচের ছুটি-ছাটার বিষয়গুলো নতুনভাবে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী এ বিষয়ে বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে জাতীয় দলের পাশাপাশি কোচের অভিজ্ঞতাকে অন্যভাবে কাজে লাগাতে। তাকে কাজে লাগানোর আরও ভালো কিছু পরিকল্পনা নিচ্ছি আমরা। এগুলো সমন্বয় করেই সবকিছু ঠিক হবে।’
আইএইচএস/আরআইপি