ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে আবাহনী

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৪ জুন ২০১৬

ছয় বছর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠলো আবাহনী। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলের বিপক্ষে ২-১ গোলে জয় পায় ধানমন্ডির ক্লাবটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া চক্র।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে আবাহনী। এরই ধারাবাহিকতায় ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় সারা চামারার গোল এগিয়ে দেয় (১-০) আবাহনীকে। ওয়ালি ফয়সালের ফ্রি-কিক ডি-বক্সে পৌঁছালে সেখানে হালকা জটলার সৃষ্টি হয়। সানডে চিজোবার ব্যাক শিফট সেনেগালের ফরোয়ার্ড সারা চামারার কাছে পৌঁছালে হেডে বল জালে জড়ান তিনি। ১-০ তে এগিয়ে গিয়ে উল্লাসে মাতে আকাশী-নীল জার্সিধারীরা।

ম্যাচের ৭ ও ৯ মিনিটে শেখ রাসেল শিবিরে আরও দুটি আক্রমণ রচনা করে আবাহনী। তবে ফরোয়ার্ডের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি আকাশী-নীল শিবির। তবে ম্যাচের ৩৫ মিনিটে মিডফিল্ডার জামাল ভূঁইয়ার গোলবারে জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে নাসিরুল ইসলাম নাসিরের দূরপাল্লার ‍দুর্দান্ত শটটি অল্পের জন্য গোলবার ছোঁয়নি। স্কোরলাইন ১-০ রেখে আক্রমণ-প্রতিআক্রমণে শেষ হয়ে প্রথামার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। ম্যাচের ৬৩ মিনিটে সমতা আনেন (১-১) শেখ রাসেলের ফরোয়ার্ড রুম্মন হোসেন। বক্সের মধ্যে পল এমেলি ডানে বাড়িয়ে বল দেন রুম্মনকে। সামনে বাড়িয়ে চতুরতার সঙ্গে আবাহনীর জালে বল জড়ান রুম্মন। সমতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শেখ রাসেল।

তবে ম্যাচের ৬৮ মিনিটে সানডের গোলে লিড (২-১) নেয় আবাহনী। একক প্রচেষ্টায় ডি-বক্সের শেষ প্রান্ত থেকে কোনাকুনি শটে পরাস্ত হন শেখ রাসেল গোলরক্ষক শহিদুল আলম সোহেল। সানডের করা ওই গোলটিই ৬ বছর পর ফাইনালে নিয়ে যায় আবাহনী। আগামী সোমবার (২৭ জুন) ফাইনালে আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে খেলবে আকাশি-নীল শিবির।

এমআর/এমএস/বিএ

আরও পড়ুন