ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকা লিগে কেমন করলেন জাতীয় দলের তারকারা!

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ জুন ২০১৬

বুধবার সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। এবার লিগের আলোচনায় ছিলেন নতুন-পুরনো মিলিয়ে অনেক খেলোয়াড়ই। তবে ক্রিকেটপ্রেমীদের আলাদা দৃষ্টি ছিল, কেমন করে জাতীয় দলের তারকারা! ভক্তদের হতাশও করেননি তারা। লিগ শেষে জাতীয় দলের খেলোয়াড়রাই আছেন সেরার তালিকায়।

এবারের লিগে বর্তমান জাতীয় ক্রিকেট দলে থাকা ব্যাটসম্যানরা প্রায় সবাই ভালো খেলেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল। লিগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটাও করেছেন তিনি।

প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৪২ রানের দারুণ ইনিংস খেলেন এ ড্যাশিং ওপেনার। তামিমের পরই ভিক্টোরিয়ার মুমিনুল হক। ১৬ ম্যাচে ৬৭১ রান করেন লিটল মাস্টার। এরপর মোহামেডান অধিনায়ক মুশফিকুর রহিম। ১৬ ম্যাচে ১৫ ইনিংস ব্যাটিং করে ৫৯৬ রান নিয়ে তালিকার আট নম্বরে আছেন তিনি।

তবে গড়ের দিক দিয়ে সবচেয়ে সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। ১৬ ম্যাচে ৬৭১ রান সংগ্রহ করেছেন ৭৭.৭৫ গড়ে। এরপরেই আছেন নাসির হোসেন। ১২ ইনিংস ব্যাট করে ৭৫.৪২ গড়ে করেছেন ৫২৮ রান। ৪৯.৭০ গড়ে তৃতীয় অবস্থান মাহমুদউল্লাহর। ১১ ম্যাচে ব্যাট করে ৪৯৭ রান করেছেন তিনি।

এবারের লিগে সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন সাকিব আল হাসান। লিগে তার স্ট্রাইক রেট ১৩১.২৫। ৮ ম্যাচের ৭ ইনিংসে ব্যাটিং করেন ২১০ রান সংগ্রহ করেন তিনি। এরপর আছেন শুভাগত হোম। ১১৭.৪৯ গড়ে ১৪ ইনিংসে ৩০৯ রান করেন তিনি। তৃতীয় সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান নাসির। আর স্ট্রাইক রেট ৯৬.৮৮। আর ৯৬.৮৫ স্ট্রাইক রেট নিয়ে তার পরেই আছেন ড্যাসিং ব্যাটসম্যান সাব্বির রহমান  

ঢাকা লিগে সেরা ব্যাটসম্যান

নাম

দল

ম্যাচ

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রা. রেট

সে/হা.সে

অবস্থান

তামিম ইকবাল

আবাহনী

১৬

১৬

৭১৪

১৪২

৪৭.৬০

৯০.৭২

২/৪

দ্বিতীয়

মুমিনুল হক

ভিক্টোরিয়া

১৬

১৬

৬৭১

১০৪

৭৭.৭৫

৯৫.৯৯

১/৭

পঞ্চম

মুশফিকুর রহিম

মোহামেডান

১৬

১৫

৫৯৬

১০৪

৪৫.৮৪

৮০.৯৭

১/৫

অষ্টম

মোহাম্মদ মিঠুন

রূপগঞ্জ

১৪

১৪

৫৯০

৯০

৪২.১৪

৭৫.২৫

০/৭

নবম

নাসির হোসেন

দোলেশ্বর

১৬

১২

৫২৮

৯৮

৭৫.৪২

৯৬.৮৮

০/৪

১৩তম

নুরুল হাসান

দোলেশ্বর

১৬

১৬

৫২৭

১০৮

৩৫.১৩

৮৮.২৭

১/৩

১৪তম

সাব্বির রহমান

প্রাইম ব্যাংক

১৬

১৬

৫২৩

১০০

৩৭.৩৫

৯৬.৮৫

১/৩

১৫তম

মাহমুদউল্লাহ

শেখ জামাল

১১

১১

৪৯৭

১৩০

৪৯.৭০

৭৭.৮৯

০/২

১৭তম

লিটন দাস

আবাহনী

১৬

১৫

৪০৪

১৩৯

২৮.৮৫

৭৬.৩৭

১/১

২২তম

ইমরুল কায়েস

ব্রাদার্স

৩৫৩

৭০

৩৯.২২

৭৮.৬১

০/৪

২৯তম

সৌম্য সরকার

রূপগঞ্জ

১৫

১৫

৩৪৯

৮৪

২৩.২৬

৮৩.৬৯

০/১

৩৩তম

শুভাগত হোম

প্রাইম ব্যাংক

১৬

১৪

৩০৯

৬০

২২.০৭

১১৭.৪৯

০/২

৩৭তম

সাকিব আল হাসান

আবাহনী

২১০

৫৭

৩০.০০

১৩১.২৫

০/২

...


জাতীয় দলের বোলারদের মধ্যে সবচেয়ে সেরা সাফল্য পেয়েছেন তাসকিন আহমেদ ও সাকলাইন সজীব। এ দুই বোলারই পেয়েছেন ২৬টি করে উইকেট। একটি উইকেট কম নিয়ে তাদের পরে অবস্থান করছেন আল-আমিন হোসেন। ১১ ম্যাচ খেলে এবারের লিগে অন্যতম সেরা পারফরমার মাশরাফি বিন মর্তুজা। তবে মাত্র ৮ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এবারের লিগের সবচেয়ে সেরা বোলিং ফিগারটি সাকলাইন সজীবের। প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানের বিনিময়ে ৭টি উইকেট নিয়েছেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪২ রানে ৬টি উইকেট নিয়েছিলেন মাশরাফি। এছাড়া এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন সাকিব, মাহমুদউল্লাহ ও আবু হায়দার রনি।

প্রিমিয়ার লিগের সেরা বোলার

নাম

দল

ম্যাচ

ওভার

উইকেট

গড়

সেরা

অবস্থান

সাকলাইন সজীব

আবাহনী

১৬

১১৭.১

২৬

২০.৫৭

৭/৫৮

তৃতীয়

তাসকিন আহমেদ

আবাহনী

১৫

১১৪.৩

২৬

২১.০৭

৪/৩২

চতুর্থ

আল-আমিন হোসেন

দোলেশ্বর

১৬

১২৪.০

২৫

২৩.০০

৩/২৯

পঞ্চম

মাশরাফি বিন মর্তুজা

কলাবাগান

১১

৯২.০

২২

২০.২২

৬/৪২

ষষ্ঠ

মাহমুদউল্লাহ

শেখ জামাল

১১

৭৪.২

২১

১৯.০৪

৫/৬৬

অষ্টম

তাইজুল ইসলাম

রূপগঞ্জ

১৫

১১৭.০

২০

২৭.৭০

৩/২৯

দশম

রুবেল হোসেন

প্রাইম ব্যাংক

১৫

১১৭.০

১৯

২৯.৬৩

৩/৪৮

১৩তম

সাকিব আল হাসান

আবাহনী

৫৬.৩

১৮

১৩.৭৭

৫/১৮

৪তম

আবু হায়দার রনি

রূপগঞ্জ

১৩

৭৬.১

১৬

২৭.৫০

৫/৫২

২৩তম

শুভাগত হোম

প্রাইম ব্যাংক

১৬

১০৯.২

১৬

৩২.৯৩

৩/৩৮

২৪তম

নাসির হোসেন

দোলেশ্বর

১৬

১১৭.৪

১৪

৩৫.৯২

২/৩২

৩২তম


আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন