ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কঠিন পরীক্ষায় রিয়ালের বছর শুরু

প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

বছরের শুরুতেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নতুন বছরের প্রথম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ।

চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলার আশা জিইয়ে রাখতে বেনফিকা থেকে এনজো পেরেজকে শুক্রবার দলে ভেড়ায় ভ্যালেন্সিয়া। অমিত প্রতিভাবান এ ফুটবলারের লা লিগায় অভিষেক ঘটতে পারে রিয়ালের বিপক্ষে। চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে শুধু বার্সেলোনা ও অ্যাতলেটিকো বিলবাও হার এড়াতে পেরেছে। নতুন বছরের প্রথম ম্যাচেই তাই কঠিন পরীক্ষা দিতে হবে কার্লো অ্যানচেলত্তির দলকে।

রিয়ালের কঠিন পরীক্ষার রাতে বার্সেলোনার প্রতিপক্ষ তুলনামূলক খর্বশক্তির দল। রিয়াল সোসিয়েদাদের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে লুই এনরিকের দল। অর্থাৎ লড়াইটা ডেভিড ময়েস বনাম এনরিকের।  বড়দিনের ছুটি থাকায় সোসিয়েদাদের বিপক্ষে পূর্ণশক্তির দল পাচ্ছে বার্সা। ছুটি শেষে শুক্রবার অনুশীলনে ফিরেছেন মেসি, নেইমার ও দানি আলভেজ। বাকি তারকাদের বেশির ভাগই ফেরেননি।

১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ৩৮ পয়েন্ট।