ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে প্রিমিয়ার লিগ

প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

ঢাকা প্রিমিয়ার লিগের উত্তাপটা রয়ে গেল শেষ ম্যাচ পর্যন্ত। শেষ দিনে শিরোপার মূল লড়াই এ আছে দুটি দল প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। যার অর্থ নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ শেষ হচ্ছে আজ। সুপার সিক্সের শেষ রাউন্ডে নাটকীয় কিছু না ঘটলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হাতেই উঠতে যাচ্ছে এবারের শিরোপা। আজ আবাহনীকে হারাতে পারলেই ট্রফি নিজেদের করে নেবে প্রাইম ব্যাংক।

অন্যদিকে যদি প্রাইম ব্যাংক হারে আর প্রাইম দোলেশ্বর জেতে, তাহলে এবারের লিগের উত্তাপ নেবে অন্য মাত্রা। সেক্ষেত্রে প্রাইম ব্যাংক আর দোলেশ্বর এ দুই দলেরই পয়েন্ট হবে সমান। বাইলজ অনুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে শিরোপা জিতবে হেড টু হেডে এগিয়ে থাকা দল। মজাটা হচ্ছে, হেড টু হেডে দুই দলই সমানে সমান। এমনই অবস্থায় চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে রান রেটের হিসাবে। ১৫ ম্যাচে প্রাইম বাংকের পয়েন্ট ২৪। সমান ম্যাচে দোলেশ্বরের সংগ্রহ ২২। আর ২০ পয়েন্ট নিয়ে এদের পেছনে আবাহনী।

বিকেএসপির তিন নাম্বার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় ভিন্ন কোনো উপায় নেই শিরোপা রেসে থাকা দোলেশ্বরের। এছাড়া ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে কলাবাগান ক্রিকেট একাডেমি ও লিজেন্ডস অব রূপগঞ্জ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।