ক্যারিবিয়ান লিগে সাকিবের ম্যাচের সময়সূচি
বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম আসরের পর আর খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের ২৬ জুন ক্যারিবিয়ানের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব।
চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে একই দলে থাকার সুবাদে কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকার ক্রিজ গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ পাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জ্যামাইকা তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় অনুযায়ী ২ জুলাই। প্রতিপক্ষ হিসেবে থাকছে সেন্ট কিটস।
এবারের জ্যামাইকা তালাওয়াহসের গ্রুপ পর্বের খেলার সময়সূচি:-
১. ০২ জুলাই, ২০১৬- বনাম সেন্ট কিটস- রাত ১০ টা
২. ০৫ জুলাই, ২০১৬- বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫ টা
৩. ০৮ জুলাই, ২০১৬- বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫ টা
৪. ১২ জুলাই, ২০১৬- বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬ টা
৫. ১৬ জুলাই, ২০১৬- বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬ টা
৬. ১৭ জুলাই, ২০১৬- বনাম সেন্ট কিটস- ভোর ৪ টা
৭. ১৯ জুলাই, ২০১৬- বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬ টা
৮. ২১ জুলাই, ২০১৬- বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬ টা
৯. ৩০ জুলাই, ২০১৬- বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০ টা
১০. ১ আগস্ট, ২০১৬- বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২ টা
উল্লেখ্য, উপরের সকল তারিখ ও সময় বাংলাদেশ সময় অনুযায়ী।
এমআর/এবিএস