ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমের লক্ষ্য ছিল ডাবল সেঞ্চুরি

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২২ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল খান। এবারের লিগে এটাই ছিল ব্যক্তিগত সবচেয়ে বড় স্কোর। তবে এদিন ডাবল সেঞ্চুরি লক্ষ্য করেছিলেন তিনি। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন এ ড্যাসিং ওপেনার।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচ শেষে তামিম বলেন, ‘মোসাদ্দেক বলছিল যে ভাই ২০০ হয়ে যাবে। আমি বলতে ছিলাম যে আমি মারতে থাকবো, যদি হওয়ার থাকে তো হয়ে যাবে।’

তবে ডাবল সেঞ্চুরির মত বড় স্কোর করতে করতে এক্সটা অর্ডিনারি ব্যাটিং করতে হয় বলে মনে করেন তামিম। সে সুযোগই নিয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্য ডিপ মিড উইকেটে দারুণ ক্যাচ লুফে নেন রায়হান উদ্দিন। শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারলে ২০০ রান করা সম্ভব ছিল বলে মনে করে তামিম।

‘ওত বড় রান করতে হলে নিশ্চিতভাবেই এক্সটা অর্ডিনারি কিছু শট খেলতে হয়। আমার ওই শটটা যদি ছয় হয়ে যেত এবং এরপর এরকম কিছু শট খেললে হয়ত হয়ে যেত। আমি আউট হয়েছি ৪৩তম ওভারে। যদি ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়ে যেত।’

আবাহনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কারণ এ ম্যাচে হেরে গেলে চ্যাম্পিয়ন হওয়া কঠিন হয়ে যেত তাদের জন্য। যদিও বিকেএসপিতে রূপগঞ্জ হেরে যাওয়ায় সে শঙ্কা কেটে যায় তাদের। তামিমের দুর্দান্ত এ সেঞ্চুরিতে ভর করে জয় তুলে নেয় ঐতিহ্যবাহী দলটি।

‘গুরুত্বপূর্ণ খেলা ছিল আমাদের জন্য। এই ম্যাচটি জিতলে আমরা চ্যাম্পিয়ন হবো এরকম সমীকরণ ছিল আমাদের সামনে। আমি মনে করি এটা অসাধারণ একটি ইনিংস ছিল। সকালে উইকেটে ব্যাট করা সহজ ছিল না। ধীরে ধীরে আমি আমার ন্যাচারাল খেলা খেলতে থাকি। সবশেষে বলবো খুব ভালো পরিকল্পিত ইনিংস ছিল। আমি খুশি।’

এদিন ১৩২ বলে ১৪২ রান করেন তামিম। উম্মুখ চাঁদের বলে আউট হওয়ার আগে ১৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। এবারের লিগে এটি তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আরটি/আরআর/এমএস

আরও পড়ুন