রেকর্ডের কৃতিত্ব সতীর্থদের দিলেন মেসি
আবারো জ্বলে উঠলেন। সেমিফাইনালের মত বড় মঞ্চে তার একার কাছেই যেন হেরে বসলো যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার ওঠালেন ফাইনালে। এবারও কি স্বপ্ন ভঙ্গ হবে আর্জেন্টিনার? সেটি ফাইনালের দিনই জানা যাবে। কিন্তু মেসি যে নিজের স্বপ্ন পূরণ করে ফেলেছেন এদিন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১ গোল করে এককভাবে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এই ক্ষুদে যাদুকর। এমন কীর্তি গড়েও যেন বিনয়ী মেসি। অসামান্য এই রেকর্ডের পুরো কৃতিত্ব দিলেন দলের সবাইকে।
৫৪ গোল করে কোয়ার্টার ফাইনালেই ধরে ফেলেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতার করা রেকর্ডটিকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে বুক ভরা স্বপ্ন নিয়ে নেমেছিলেন। স্বয়ং বিধাতাও তাকে নিরাশ করেনি। ৩২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় এক ফ্রি কিকে গোল করে বাতিস্তুতাকে টপকে গেলেন। গোলের উদযাপনটাও করলেন সতীর্থের সঙ্গে। ম্যাচ শেষেও তাই সতীর্থদের বন্দনা মেসির কন্ঠে। ‘আমি খুবই খুশি এবং সতীর্থদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই রেকর্ডটা শুধুমাত্র তাদের জন্যেই সম্ভব হয়েছে। সতীর্থদের ধন্যবাদ।’
নিজের ব্যক্তিগত স্বপ্ন পূরণ করেছেন। এবার যে দলের স্বপ্ন পূরণ করার পালা। ২৩ বছরের লালিত স্বপ্নকে কি পারবেন মেসি বাস্তবে রূপান্তরিত করতে? শেষ দু বছর কোপা এবং বিশ্বকাপের ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার শতবর্ষী কোপা জয়ের পালা। মেসি নিজেই বললেন, ‘আশা করছি সেই ফাইনালগুলো থেকে শিক্ষা নিয়ে এবার কিছু করতে পারবো। আমরা ফাইনালে উঠেছি এবং জিততে চাই কেননা এটি আমাদেরই প্রাপ্য।’
আরআর/পিআর