ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ ষোলোতে ইতালির মুখোমুখি স্পেন

প্রকাশিত: ০৫:১৮ এএম, ২২ জুন ২০১৬

শিরোপা ধরে রাখার মিশনে বড় একটা ধাক্কাই খেলো ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ স্পেনের শেষ ষোলোতে খেলতে হবে ইউরোপের আরেক পরাশক্তি ইতালির বিপক্ষে।

ফ্রান্সের বোর্দোয় মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণ গোছানো আক্রমণে শুরুতেই এগিয়ে যায় গত দুবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭ মিনিটে ফাব্রেগাসের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন রিয়ালের সাবেক ফরোয়ার্ড মোরাতা। কিছুক্ষণের মধ্যেই সমতা আনতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু মিডফিল্ডার ইভান রাকিতিচের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্পেন।

spain

তবে বিরতি ঠিক আগে পাল্টা-আক্রমণে সমতা ফেরে ক্রোয়েশিয়া। গোলমুখে বাড়ানো পেরিসিচের নিখুঁত ক্রসে ফিওরেন্টিনার ফরোয়ার্ড কালিনিচের ভলি জালে জড়ায়। ইউরোর ইতিহাসে রেকর্ড ৭৩৫ মিনিট নিজেদের জাল অক্ষত রাখার পর গোল হজম করল দেল বস্কের দল। ফলে ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলে জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। ম্যাচের ৭০তম মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে নিজেদের ডি বক্সে সিলভাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন রামোস। উল্টো ম্যাচের ৮৭তম মিনিটে কালিনিচের বাড়ানো বল ধরে বাঁ-দিক থেকে কোনাকুনি শটে গোলরক্ষক দাভিদ দে হেয়াকে পরাস্ত করে ক্রোয়েশিয়ার নাটকীয় জয় নিশ্চিত করেন পেরিসিচ। আর জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

এমআর/এবিএস

আরও পড়ুন