ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

উগ্র দর্শকদের জন্য এবার ক্রোয়েশিয়ার জরিমানা

প্রকাশিত: ০৭:০১ পিএম, ২১ জুন ২০১৬

এর আগে রাশিয়াকে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে হুমকিও দেয়া হয়েছিল- আর একবার যদি তাদের দেশের দর্শকরা হাঙ্গামা করে, তাহলে ইউরো থেকেই ডিসকোয়ালিফায়েড করে দেয়া হবে তাদের।

এবার সেই উগ্র দর্শকদের জন্য ক্রোয়েশিয়াকে এক লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। ২০১৬ ইউরোতে আবার কোনো ঝামেলা হলে তারা ‘হুলিগান’ হিসেবে চিহ্নিত সমর্থকদের আর টিকিট বিক্রি করতে পারবে না বলে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

গত সোমবার প্যারিসে এক সভা শেষে উয়েফা কন্ট্রোল, এথিক্স ও ডিসিপ্লিনারি কমিটি ক্রোয়েশিয়াকে এই শাস্তি দেয়। এর বিরুদ্ধে আপিল করার সুযোগও আছে ক্রোয়েশিয়ার।

প্রসঙ্গত, গত শুক্রবার সাঁত ইচেনায় চেক প্রজাতন্ত্রের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ক্রোয়েশিয়ার কিছু সমর্থক মাঠে অনেক অগ্নি গোলক ছুড়ে মারলে দ্বিতীয়ার্ধে কিছু সময় খেলা বন্ধ রাখতে হয়। এ সময় সমর্থকদের শান্ত থাকার জন্য বলতে হয় ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের পক্ষ থেকে।

আইএইচএস/বিএ

আরও পড়ুন