ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সোহাগ গাজীর পক্ষে বিসিবির আবেদন

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

আন্তর্জাতিক ক্রিকেট কমিটির (আইসিসি) কাছে সোহাগ গাজীর পরীক্ষা নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে কোথায় গিয়ে অ্যাকশন পরীক্ষা দিতে হবে তা এখনও নিশ্চিত নয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির ম্যানেজার সাব্বির খান জানান,  আমরা আবেদন করেছি। তবে কোথায়  সোহাগের পরীক্ষা হবে তা এখনও নির্ধারণ হয়নি।  আইসিসিই নির্ধারণ করবে সোহাগ গাজীর পরীক্ষাগার কোথায় হবে।

এ সম্পর্কে সোহাগ গাজী বলেন,‘অনেক আগেই আমার অ্যাকশন ঠিক হয়ে গেছে। এ জন্য কঠোর অনুশীলন করে গেছি। অনেকগুলো ম্যাচও খেলেছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছি।

এর আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সোহাগ। এরপর তাকে পাঠানো হয় কার্ডিফে অ্যাকশন পরীক্ষা করার জন্য। ওই ফলের ভিত্তিতে গত অক্টোবরেই আইসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।