ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকছে হাথুরুসিংহে

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৯ জুন ২০১৬

চলতি জুনেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। আগে থেকেই শোনা গিয়েছিল হাথুরুসিংহেসহ তার কোচিং টিমের অন্যদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে সেটাই সত্যি হলো। হাথুরুসিংহেসহ অন্যদের সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলাপ-আলোচনার মাধ্যমে আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বিসিবি।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ১৪তম বোর্ডসভা শেষে পাপন বলেন, ‘আমাদের প্রধান কোচ সহ অন্য সব কোচদের কথা আজ আলোচনা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও যারা আছে তাদের ব্যপারে আলোচনা করেছি। আগামী ২০১৯ পর্যন্ত তাদের মেয়ার বৃদ্ধি করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

গত দেড়-দুই বছর দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ বৃদ্ধি একরকম অনুমিতই ছিল। এর আগে এমনটাই জানিয়েছিলেন পাপন। তবে আগে সম্ভবনার কথা জানালেও এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি।

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন