ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও লোকচক্ষুর আড়ালে বিকেএসপিতে খেলা

প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৮ জুন ২০১৬

প্রথমবারের মত ঢাকার ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন একত্রে একটি অনুষ্ঠান আয়োজন করেছে আগামী সোমবার (২০ জুন)। আর সেদিনই এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সূচি ঠিক করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সেদিন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামবে আবাহনী লিমিটেড। আবার ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে বহুল বিতর্কিত ভেন্যু বিকেএসপিতে।

ঢাকার ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন একসাথে প্রথমবার মিলিত অনুষ্ঠান আয়োজন করার কারণে সব সাংবাদিক ওইদিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। এ কারণে লোকচক্ষুর আড়ালে ফায়দা তুলে নেয়ার জন্যই এমন সূচি ঠিক করা হয়েছে বলে জোর গুঞ্জন উঠেছে ক্রিকেট পাড়ায়। কারণ ওই ম্যাচটি জিততে না পারলে ভঙ্গ হবে আবাহনীর শিরোপা স্বপ্ন। এ কারণে ভিন্ন কোন পথে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচটি জিতে নেয়ার চিন্তা থেকেই এমন সূচি করা হয়েছে বলে অভিযোগ করেছেন রূপগঞ্জ কর্তৃপক্ষ।

এর আগে আবাহনীর মোট ১৪ ম্যাচের সাতটিই অনুষ্ঠিত হয়েছে বিকেএসপিতে। মোহামেডানের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সবগুলোতেই আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের ওপর ভর জিতেছে আবাহনী। এমনকি একটি ম্যাচে আম্পায়ার তাদের পক্ষে সিদ্ধান্ত না দেওয়ায় অধিনায়ক তামিম ইকবাল আম্পায়ারদের হুমকি ও গালাগালি পর্যন্ত করেন। ফলে ওই ম্যাচটি এখনও অমিমাংসিত। সেই ম্যাচ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি সিসিডিএম কিংবা বিসিবি।

প্রথম পর্বের পর সুপার সিক্সে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাওয়ার ফলে ১৪টি করে ম্যাচ খেলেছে সুপার লিগের প্রতিটি দল। এখনও পর্যন্ত ২০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে রূপগঞ্জ। সমান সংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে তাদের পেছনেই রয়েছে আবাহনী। তাই আগামী ম্যাচটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ওই ম্যাচের ফল উপরই নির্ভর করছে শিরোপা যাবে কার ঘরে।

নিয়ম অনুযায়ী ম্যাচটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কারণ সুপার সিক্সের আগের দুই ম্যাচে খেলোয়াড়দের বিশ্রামের কথা চিন্তা করে ম্যাচের পর রিজার্ভ ডে এবং একদিন বিরতি রেখেছিল সিসিডিএম; কিন্তু হঠাৎ করে ক্রীড়া সাংবাদিকদের অনুষ্ঠানের ফায়দা লুটতেই মঙ্গলবারের পরিবর্তে সোমবার খেলার সূচি নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট অনুরাগীরা।

শেষ দুই রাউন্ডের সূচি

চতুর্থ রাউন্ড
২০ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)
২০ জুন: মোহামেডান স্পোর্টিং ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)
২০ জুন: আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপি-৩)

পঞ্চম রাউন্ড
২২ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- মোহামেডান স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)
২২ জুন: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপি)
২২ জুন: আবাহনী লিমিডেট-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)

আরটি/এবিএস

আরও পড়ুন