ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভেনেজুয়েলার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৮ জুন ২০১৬

পানামার বিপক্ষে খেলেছিলেন মাত্র ২৮ মিনিট। বলিভিয়ার বিপক্ষে কিছু বেশি অর্থাৎ ৪৫ মিনিট। আর এবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির। ৯০ মিনিটেরও কম সময় খেলে টুর্নামেন্টে করেছেন তিন গোল। তাই কোয়ার্টার ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচেও তার উপস্থিতি দলের জন্য অনেক বড় পাওয়া মানছেন আর্জেন্টিনার কোচ টাটা মার্টিনো।

ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে কোচ মার্টিনো বলেন, ‘মেসি আগের থেকে অনেক সুস্থ এবং ম্যাচের শুরু থেকে খেলার মত ফিট হয়েছে। সম্ভবত ভেনেজুয়েলার সঙ্গে শুরু থেকেই মাঠে নামছে সে।’

কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিফাইনালে খেলতে হবে স্বাগতিক আমেরিকার বিপক্ষে। প্রীতি ম্যাচগুলোতে ভালো খেললেও গত কয়েকবছর যেকোন টুর্নামেন্টের শেষে এসে খেই হারিয়ে ফেলছে আর্জেন্টিনা। মার্টিনো এই অবস্থার শেষ দেখতে চান। ‘স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের টুর্নামেন্টটি জিততে হবে। আমরা টুর্নামেন্টগুলোতে অতটা ভালো খেলতে পারছি না।’

ভেনেজুয়েলার কোচ দুদামেলও আর্জেন্টিনার মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তাদের বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন। ‘এটি কীভাবে আপনাকে অনুপ্রেরণা যোগাবেনা, যখন আপনি বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলবেন? সে বিশ্বের সেরা খেলোয়াড়। শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলে রয়েছে সেরা খেলোয়াড়দের ছড়াছড়ি।’

বাংলাদেশ সময় ১৯ তারিখ ভোর ৫টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

আরআর/এবিএস

আরও পড়ুন