ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবাহনী-ভিক্টোরিয়ার ম্যাচে আলোচনায় আম্পায়ারিং

প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৭ জুন ২০১৬

জিততে হলে ১৯ বলে প্রয়োজন ১৫ রান। ডলার মাহমুদকে নিয়ে উইকেটে ছিলেন সোহরাওয়ার্দি শুভ। সাকলাইন সজীবের করা ৪৭তম ওভারের শেষ বলে শুভকে এলবিডব্লিউ দিলেন আম্পায়ার। হতবাক হয়ে গেলেন শুভ, মনে মনে হয়তো অবাক হয়েছেন বোলার সাকলাইনও। তার উচ্ছ্বাসটা ছিল বাঁধভাঙ্গা, কারণ সে উইকেটটা পাওয়ার পর এক প্রকার নিশ্চিত হয়ে যায় তাদের জয়। আর প্রায় কোমরের উপরে লাগা বলে উইকেট পেলেতো একটু বাড়তি খুশিই হবেন। সে ম্যাচে আবাহনীর কাছে ৯ রানে হারে ভিক্টোরিয়া। ম্যাচে মোট পাঁচটি এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগের ম্যাচের আবারো আবাহনী লিমিটেডের মুখোমুখি হচ্ছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তাই ঘুরে ফিরে বার বারই ফিরে আসছে প্রথম পর্বের ম্যাচের কথা। স্বাভাবিকভাবেই দুই দলের খেলোয়াড়দের মাঝে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। তার উপর কালকের ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে এবারের লিগের শিরোপা। জিতলেই পৌঁছে যাবেন শিরোপার অনেক কাছাকাছি। তাই দুই দলের জন্যই ম্যাচটি দারুণ গুরুত্বপূর্ণ। আর ভিক্টোরিয়ার জন্য ম্যাচটি অনেকটা প্রতিশোধের মিশনও বটে।

মাঠে নামার আগে আম্পায়ারিং নিয়ে শঙ্কিত থাকলেও তা নিয়ে ভাবতে রাজি নন ভিক্টোরিয়ার খেলোয়াড়রা। দলের সহ-অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ জানালেন, ‘আগের ম্যাচে যা হয়েছে মনে হয় না কালকের ম্যাচে তেমন কিছু করবে। তাই আম্পায়ারিং নিয়ে ভাবছি না। আমরা নিজেদের খেলার দিকে মনোযোগ দিচ্ছি। কালকের ম্যাচ জিততে পারলে এগিয়ে যেতে পারবো। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশাকরি দলের সবাই তাদের সেরাটা দিতে পারবে এবং জয় ছিনিয়ে আনতে পারবে।’

তবে ভিক্টোরিয়ার জন্য আশার কথা টানা ছয় ম্যাচ বিকেএসপিতে খেলার পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিরছে আবাহনী। এ মাঠে প্রায় সকল গনমাধ্যমের উপস্থিতি থাকায় বিতর্কিত সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও ভাবতে হবে আম্পায়ারদের। সে কারণেই হয়তো এ মাঠে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে আবাহনী।

অবশ্য ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী আবাহনী। কারণ আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে উড়িয়ে দিয়েছে তারা। ৩৭১ রানের রেকর্ড সংগ্রহের পর লিগের সবচেয়ে বড় জয়টিও পায় তারা। বিকেএসপিতে শেষ ছয় ম্যাচের বাকি পাঁচ ম্যাচ বিতর্ক ছড়ালেও সে ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেই জয় ছিনিয়ে নেয় তারা। তাই আবাহনী শিবিরও বেশ ফুরফুরে আমেজে রয়েছে। তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ফর্মে ফিরেছেন দলের অন্যতম ভরসা লিটন দাস।  

এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে আবাহনী। আর তাতে আটটি জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে তারা। যদিও একটি ম্যাচের ফলাফল এখনও স্থগিত রয়েছে তাদের। আর সমান সংখ্যক ম্যাচ খেলে আটটি জয় ও একটি টাইয়ে মোট ১৭ পয়েন্ট নিয়ে আবাহনীর উপরেই আছে তারা। কালকের ম্যাচটি তাই দুদলের জন্যই একে অপরকে ছাড়িয়ে যাবার।

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন