চান্দিমালের সেঞ্চুরিতে আইরিশদের হারালো শ্রীলঙ্কা
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ৭৬ রানে হারিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।
চান্দিমালের সেঞ্চুরির বদৌলতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে ৪৭ ওভারে আয়ারল্যান্ডের জন্য দরকার ছিল ২৯৩ রান। কিন্তু প্রায় ৭ ওভার বাকি থাকতে ২১৬ রানেই অলআউট হয়ে যায় আইরিশরা।
শ্রীলঙ্কার দেয়া ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্টার্লিং এবং পোর্টারফিল্ডের কল্যাণে ভালো সূচনা পায় আয়ারল্যান্ড। তাদের ৫৩ রানের জুটি ভাঙ্গেন দাশুন শানাকা। ৩৪ বলে ২৭ রান করে স্টারলিং ফিরে গেলেও ৮৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ পোর্টারফিল্ড। তার এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি।
শেষের দিকে কেভিন ও’ব্রায়েন ৪৯ বলে ঝড়ো ৬৪ রানের ইনিংস খেললেও অন্য ব্যাটসম্যানদের তেমন কোন সাহায্য না পাওয়ায় বেশিদূর আগায়নি আইরিশদের ইনিংস। শানাকা ৪৩ রানে নেন ৫ উইকেট।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। শুরুতেই ব্যক্তিগত ৯ রানে গুনাথিলাকা আউট হলে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৫ রান তুলতেই ব্যক্তিগত ৩২ রানে আউট হন কুশল পেরেরা। তারপরেই দলের হাল ধরেন দীনেশ চান্দিলাম এবং কুশল মেন্ডিস।
তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন তারা। অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। ৫১ রান করে সাজঘরে ফিরলে চান্দিমালের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক ম্যাথুজ। চতুর্থ উইকেট জুটিতে তাদের ৮১ রানের উপর ভর করে বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা। ম্যাথুজ ৪৯ রান করে আউট হলেও অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে নিজের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। ১০০ রান করে ইনিংস শেষে অপরাজিত থাকেন চান্দিমাল। সিরিজের শেষ ওয়ানডেতে আবারো মুখোমুখি হবে এ দুদল।
আরআর/পিআর