ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩৪ বছর বয়সে অলিম্পিক খেলবেন ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৫ জুন ২০১৬

‘আইফেল টাওয়ারের জায়গায় আমার মূর্তি বসালেই আমি পিএসজিতে থাকতে পারি’- ক্লাব পর্যায়ে পিএসজি থেকে বিদায়ের সময় এমন কথাই বলেছিলেন উদ্ভট চরিত্রের অধিকারি জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেন দলের হয়ে খেলছেন ইউরো কাপেও। এবার অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে অলিম্পিকেও খেলতে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে সুইডেনের ৩৫ সদস্যের অলিম্পিক দলে জায়গা করে নিয়েছেন ইব্রাহিমোভিচ। তবে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের অংশগ্রহণ নিয়ে রয়েছে কিছুটা সংশয়। সুইডেনের অনুর্ধ্ব-২১ দলের কোচ হাকান এরিকসন অবশ্য ইব্রাহিমোভিচের অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে বেশ আশাবাদী। কিন্তু ইউরো খেলেই  খুব সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি নিয়েই তাকে অলিম্পিক খেলতে যেতে হবে। এটি খুবই কষ্টকর কাজ।

এরিকসন বলেন, ‘ সে আমাদের অপেক্ষা করতে বলেছে ইউরো শেষ হওয়া পর্যন্ত। খুবই সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি নিয়ে তাকে অলিম্পিকে যেতে হবে।  তার অংশগ্রহণ দলের জন্য খুবই রোমাঞ্চকর হবে। আমি তার জন্য অপেক্ষা করবো।’

ইব্রাহিমোভিচ ছাড়াও ২৩ বছরের বেশি বয়সী সাতজনকে ৩৫ সদস্যের দলে রেখেছেন কোচ। টুর্নামেন্ট শুরুর আগে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ। যেখানে অলিম্পিকের নিয়মানুযায়ী কেবল তিনজন থাকতে পারবেন যাদের ২৩ বছরের বেশি বয়স।  

আরআর/পিআর

আরও পড়ুন