ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অধিনায়কত্ব ছাড়লেন মুশফিক

প্রকাশিত: ০৬:০০ এএম, ১৫ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরু থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু সুপার লিগের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে অধিনায়কত্ব করছেন না তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মোহামেডানের দীর্ঘদিনের সারথি নাঈম ইসলাম।

তবে ঠিক কি কারণে মুশফিক অধিনায়কত্ব ছেড়েছেন তা জানা যায়নি। এ প্রসঙ্গে মোহামেডানের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা জানান, ব্যাটিংয়ে মনোযোগ দেয়ার জন্যই নিজে থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন তিনি।  

এবারের লিগে শুরুতে দারুণ ফর্মে ছিলেন মুশফিক। তবে মাঝপথে নিজের ছন্দ হারিয়ে ফেলেন তিনি। তবে প্রথম পর্বের শেষ দিক থেকে আবার নিজের চেনা ছন্দে ফিরেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এখন পর্যন্ত ১১ ইনিংস ব্যাটিং করে ৪টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিসহ ৪৫৪ রান করেছেন তিনি। আর তা ধরে রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা এ ব্যাটসম্যান।

আরটি/এমআর/এবিএস

আরও পড়ুন