কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপার শতবর্ষী আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মেসির আর্জেন্টিনা। গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ আট নিশ্চিত করে মেসি-আগুয়েরোরা। তাই নিয়ম রক্ষার এ ম্যাচে শুরুতে দলের প্রাণভোমরা মেসিকে ছাড়াই মাঠে নামে আগুয়েরোরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের ১৩ মিনিটেই লামেলার গোলে এগিয়ে যায়। এর দুই মিনিট পর লাভাজ্জি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের ৩২ মিনিটে কুয়েস্টা গোল করলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায় মার্টিনোর শিষ্যরা।
বিরতির পর মাঠে নামে মেসি। তবে বলিভিয়া শিবির যেন বদ্ধ পরিকর থাকে আর গোল না খাওয়ার। অনেকটা মেসিকে বাক্সবন্ধী করে খেলায় ফেরারও চেস্টা করে। তবে খেলার নিয়ন্ত্রণ মেসি-আগুয়েরোদের কাছেই থাকে। ৮৬ ভাগ বল নিজেদের পায়ে রেখেও দ্বিতীয়ার্ধে শুধু গোলটাই পাওয়া হয়নি মেসিদের। তাই ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় মার্টিনোর শিষ্যদের।
এমআর/এবিএস