ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধোনিদের কোচ হওয়ার জন্য ৫৭ জনের আবেদন

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১২ জুন ২০১৬

সংখ্যাটা দেখে চোখ কপালেও উঠতে পারে যে কারোর। কিন্তু বাস্তবে এটিই হয়েছে। বিরাট কোহলি-ধোনিদের কোচ হওয়ার জন্য ৫৭ জন কোচ আবেদন করেছেন। কোচের পদের জন্য এতো সংখ্যক মানুষ আবেদন করার ঘটনা হয়ত ক্রিকেট বিশ্ব এটিই প্রথম।   

১০ জুন পর্যন্ত কোচ হওয়ার জন্য আগ্রহীদের আবেদনের শেষ দিন ছিল। সেই দিন পর্যন্ত সাবেক দল পরিচালক রবি শাস্ত্রী বর্তমান নির্বাচক প্যানেলের চেয়ারম্যান সন্দীপ প্যাটিল সহ মোট ৫৭ জন ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, ‘১০ তারিখ পর্যন্ত ভারতের প্রধান কোচ হওয়ার জন্য ভারত এবং বিদেশি কোচ মিলিয়ে আমরা ৫৭ জনের আবেদন পেয়েছি।’

শাস্ত্রী এবং পাটিল ছাড়াও ভেংকটেশ প্রসাদ, বালবিন্দর সিং সান্ধু, রিশিকেশ কানিতকারসহ আরো অনেকে ভারত থেকে কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছে। তবে শাস্ত্রীর কোচিং স্টাফের সঙ্গে থাকা সঞ্জয় বাঙ্গার, ভারাত অরুন এবং শ্রীধন কোচ হওয়ার জন্য কোন আবেদন করেননি।

আরআর/পিআর

আরও পড়ুন