ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইউরো মঞ্চে রাকিতিচ-তুরানের লড়াই

প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ জুন ২০১৬

ক্লাব পর্যায়ে খেলে থাকেন এক সঙ্গে। বার্সেলোনার হয়ে রাকিতিচ এবং তুরান উভয়েই অসাধারণ মৌসুম পার করেছেন। জিতেছেন লা লিগা এবং কোপা দেলরের শিরোপাও। এবার দেশের হয়ে ইউরো মঞ্চে লড়াইয়ের পালা। যেখানে ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচেই তুরানের তুরস্কের বিপক্ষে খেলবে রাকিতিচের ক্রোয়েশিয়া।

এখন পর্যন্ত ইউরো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি তুরস্ক। তিনটি টুর্নামেন্টে অংশ নিয়ে প্রতিটি টুর্নামেন্টেরই প্রথম ম্যাচ হেরেছে তুরস্ক। কিন্তু  ২০০৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে জয় অনুপ্রেরণা জোগাচ্ছে তুরস্ককে। পাশাপাশি টানা ২০১৪ সালের অক্টোবর মাসের পর টানা ৮ ম্যাচ অপরাজিতও রয়েছে তুরানের দল।

modric

অন্যদিকে তুরস্কের বিপক্ষে ৬ বারের দেখায় দুইবারই জয়ের স্বাদ পেয়েছে ক্রোয়েশিয়া। যেখানে ৪টিই হয়েছে ড্র। এখন পর্যন্ত রাকিতিচ-মদ্রিচের দলের বিপক্ষে জয়ের দেখা পায়নি তুরস্ক। স্ট্রাইকার মারিও মানজুকিচও রয়েছেন দুর্দান্ত ফর্মে। পাশাপাশি সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা মিডফিল্ডের যাদুকর মদ্রিচও মুখিয়ে আছেন তুরস্কের বিপক্ষে লড়াইয়ের জন্য। গ্রুপের অন্য দুদল চেক রিপাবলিক এবং স্পেন হওয়ায় এই ম্যাচেই জয় নিয়ে এগিয়ে যেতে চাইবে দুদল।

আরআর/এমএস

আরও পড়ুন