প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের সাতকাহন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। বরাবরের মত মোট ১২টি দল নিয়ে শুরু হয়েছিল এবারের লিগ। এর প্রথম ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। আগের দিনের নিশ্চিত পাঁচটি দলের সঙ্গে এদিন যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক। আর প্রথম পর্ব শেষে লিগের শীর্ষে রয়েছে ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
এবার লিগে সবার আগে সুপার সিক্স নিশ্চিত করেছিল প্রাইম দোলেশ্বর। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আবাহনী লিমিটেড, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। বুধবার শেখ জামালকে হারিয়ে পঞ্চম দল হিসেবে সুপার লিগে শরিক হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর বহুল আলোচিত ম্যাচে বৃহস্পতিবার গাজী গ্রুপকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে ভিক্টোরিয়া।
প্রথম পর্বের শেষে সুপার সিক্সে ওঠা সবগুলো দলই দারুণভাবে শিরোপা লড়াইয়ে রয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভিক্টোরিয়া। আর এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে চারটি ক্লাব। এ তালিকায় রয়েছে- মোহামেডান, আবাহনী, রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর। আর ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
একই দিনে সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের খেলা মাঠেই গড়াতে পারেনি। উইকেট ভেজা থাকায় দ্বিতীয় দিনের খেলাও ভেস্তে গেলে ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে উভয় দল এক পয়েন্ট করে পায়। আর এতেই রেলিগেশন লিগ এড়ায় আরেক ঐতিহ্যবাহী দল ব্রাদার্স। ফলে আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলতে হবে কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।
প্রথম পর্ব শেষে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় টাই পরাজয় পয়েন্ট
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১ ৭ ১ ৩ ১৫
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১১ ৭ ০ ৪ ১৪
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১১ ৭ ০ ৪ ১৪
আবাহনী লিমিটেড ১১ ৭ ০ ৪ ১৪
লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ ৬ ২ ৩ ১৪
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১ ৬ ০ ৫ ১২
কলাবাগান ক্রীড়া চক্র ১১ ৬ ০ ৫ ১২
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১১ ৫ ০ ৬ ১০
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ ৫ ০ ৬ ১০
ব্রাদার্স ইউনিয়ন ১১ ৪ ১ ৬ ৯
সিসিএস ১১ ২ ০ ৯ ৪
কলাবাগান ক্রিকেট একাডেমি ১১ ২ ০ ৯ ৪
আরটি/এমআর/পিআর