ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার হার

প্রকাশিত: ০৩:৫০ এএম, ০৮ জুন ২০১৬

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কিছুটা চাপ নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। তবে এ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৭ রানে হারিয়ে আত্মবিশ্বাসের রসদ পেয়েছে ডি ভিলিয়ার্স-আমলারা।  

গায়ানায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও ব্যর্থ হয়  দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বোলিং তোপে মাত্র ১৮৯ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান আসে ফারহান বাহারদিনের ব্যাট থেকে। এছাড়া আমলা ৩৫ আর ডি ভিলিয়ার্স করেন ২২ রান।

প্রোটিয়াদের দেওয়া ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে রাবাদা-পার্নেলদের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ছাড়া বাকি সবাই আসা যাওয়ার মধ্যে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ ফিঞ্চ ৭২ আর শেষ দিকে ন্যাথান লায়নের ৩০ রান শুধু হারের ব্যবধান কমাতে সাহায্য করে। প্রোটিয়াদের পক্ষে রাবাদা সর্বোচ্চ ৩ উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ফারহান বাহারদিন।

এমআর/এবিএস