একাডেমীকে হারিয়ে স্বপ্ন ধরে রাখলো মাশরাফিরা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ জয় তুলে সুপার সিক্সের সম্ভবনা জিইয়ে রেখেছে কলাবাগান ক্রীড়া চক্র। বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমীকে ২৯ রানে হারিয়েছে তারা। ফলে ১১ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট পেয়েছে দলটি। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ তিন ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে মাশরাফিদের সুপার সিক্স ভাগ্য। অপরদিকে এ হারে রেলিগেশন নিশ্চিত হয়ে গেল একাডেমীর।
আগের দিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলাবাগান ক্রিকেট একাডেমী। ব্যাটিংয়ে নেমে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বোলিং তোপে পড়ে ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করে তারা। এরপর বৃষ্টি নামলে খেলা গড়ায় রিজার্ভ ডেতে।
মঙ্গলবার সকালে আবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাপস ঘোষকে হারায় একাডেমী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নুরুজ্জামান একপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে দলের হাল ধরার চেষ্টা করেন। তবে যোগ্য সঙ্গীর অভাবে গড়ে ওঠেনি বড় কোন জুটি। ফলে ৩৯.২ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় তারা।
কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষে ২৮ রান দিয়ে ৩টি উইকেট পান আব্দুর রাজ্জাক। মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন মাশরাফি। এছাড়া সাহবাজ চৌহান ২টি উইকেট নেন।
কলাবাগান ক্রিকেট একাডেমীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জসীমউদ্দিন কে হারায় কলাবাগান ক্রীড়া চক্র। এরপর দলীয় ৩২ রানে আগের দিনের সেঞ্চুরিয়ান তাসামুল হককে হারিয়ে চাপে পড়ে তারা। তবে ভারতীয় ব্যাটসম্যান পরশ দগ্রাকে নিয়ে দলের হাল ধরেন হাসানুজ্জামান। ৫২ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন তারা।
এরপর দ্রুতই এ দুই ব্যাটসম্যান ফিরে যান। ম্যাচের ২২.২ ওভারে দলীয় ৯১ রানের সময় মাঠে আবারও বৃষ্টি নামে। টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পরলে ডিএল পদ্ধতিতে ২৯ রানে জয় পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন হাসানুজ্জামান। কলাবাগান একাডেমীর পক্ষে ২টি উইকেট পান আবু জায়েদ রাহি।
আরটি/আইএইচএস/এমএস