ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অ্যান্ডারসনকে ম্যাকগ্রার ভয়

প্রকাশিত: ০৭:০০ এএম, ০৫ জুন ২০১৬

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে একাই ধরাশায়ী করে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে ৪৫১ উইকেট নিয়ে শীর্ষ দশ বোলারের তালিকাতে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন অ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ম্যাকগ্রা। কিন্তু অ্যান্ডারসন বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে এক সময়হ হয়ত ম্যাকগ্রাকেও টপকে যেতে পারেন তিনি। ম্যাকগ্রাও অ্যান্ডারসনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে বলেই ফেললেন, অ্যান্ডারসন তার রেকর্ডকে হুমকির মুখে ফেলতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট সিরিজে ৪৫০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। বর্তমানে তার টেস্টে উইকেট সংখ্যা ৪৫১। ম্যাকগ্রার থেকে ১১২ উইকেট কম। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন মুত্তিয়াহ মুরালিধরন, ৭০৮ উইকেট নিয়ে শেন ওয়ার্ন রয়েছেন দুই নম্বরে এবং ৬১৯ উইকেট নিয়ে অনিল কুম্বলে রয়েছে তালিকার তৃতীয়তে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, ‘এটি পুরোটাই অ্যান্ডারসনের উপর নির্ভর করে। সে যদি ফর্ম ধরে রাখতে পারে তাহলে খুব সহজেই আমাকে ধরে ফেলতে পারবে। তার জন্য অনেক শুভকামনা রইল।’

‘সে অনেক প্রতিভাবান একজন বোলার এ বিষয়ে কোন সন্দেহ নেই। সে যেভাবে দু দিলে বল সুইং করাতে পারে সেটি যে কোন ব্যাটসম্যানের জন্যেই তাকে মোকাবেলা করা কঠিন।’

বয়সটা বেড়ে গেলেও এখনো সেই আগের ধার নিয়েই বল করে যাচ্ছেন অ্যান্ডারসন। টেস্টে প্রবীনহ হলেও উইকেট নেওয়ার ক্ষেত্রে যেন চিরতরুণ। ম্যাকগ্রা বলেন, ‘সে এখন পর্যন্ত ১১৫টি টেস্ট খেলে ফেলছে। সাধারণত পেস বোলাররা ১০০ এর বেশি টেস্ট খেলতে পারে। সে এখনো দুর্দান্ত বল করে যাচ্ছে এবং উইকেট পাচ্ছে।’

আরআর/এমএস

আরও পড়ুন