ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফেডারেশন কাপে মৃত্যুকূপে শেখ রাসেল

প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ জুন ২০১৬

আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়াল্টন ফেডারেশন কাপের মরণ গ্রুপে পড়েছে শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়া চক্র। এই গ্রুপের অন্য দু দল হল সদ্যই স্বাধীনতা কাপ জেতা চট্টগ্রাম আবাহনী এবং এক সময়ের শক্তিশালী দল মুক্তিযোদ্ধা সংসদ। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ড্র।

বছরের দ্বিতীয় এই টুর্নামেন্টে ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ রাজাম ধানমন্ডি ক্লাব লি. ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে শীর্ষ দল হিসেবে চার গ্রুপে ভাগ করে টুর্নামেন্টের ড্র করা হয়। ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

group

এক দিনে দুইটি করে ম্যাচ হবে। রোজার কথা চিন্তা করে প্রথম ম্যাচটি বিকাল চারটায় এবং পরের ম্যাচটি ইফতারির পর সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ২২ এবং ২৩ জুন হবে সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৬ জুন।

ফেডারেশন কাপের গ্রুপঃ
গ্রুপ এ- ঢাকা আবাহনী,  ফেনী সকার ক্লাব,  আরামবাগ ক্রীড়া সংঘ
গ্রুপ বি-শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী
গ্রুপ সি-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি:, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা
গ্রুপ ডি- মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি

আরআর/এমএস

আরও পড়ুন