ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনজুরিতে কোপা শেষ কাকার

প্রকাশিত: ০৪:০০ এএম, ০২ জুন ২০১৬

কোপা শুরুর আগে বড় একটা ধাক্কা খেল ব্রাজিল শিবির। ইনজুরির কারণে এবার থেকে বাদ পড়লেন দলের তারকা মিডফিল্ডার কাকা।

ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শুরুর স্কোয়াডে ছিলেন না কাকা। কিন্তু দগলাস কস্তা ইনজুরিতে ছিটকে গেলে ডাক পান তিনি। কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

২০১২ সালে বসনিয়া  হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

উল্লেখ্য, আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।

এমআর/এবিএস

আরও পড়ুন