সাক্সেনার অলরাউন্ড নৈপুণ্যে একাডেমির জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জতিন সাক্সেনার অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। লিগের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) পাঁচ উইকেটে হারায় তারা। এ হারের ফলে কলাবাগান একাডেমীর সঙ্গে রেলিগেশন লিগ নিশ্চিত হয়ে গেল সিসিএসেরও।
বৃষ্টির কারণে এদিন সিসিএস এক ওভার কমিয়ে ৪৯ ওভারে ১৮৪ রানের লক্ষ্য দেয় কলাবাগানকে। এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাইশুকুর রহমানকে হারায় তারা। এরপর আরেক ওপেনার ইরফান শুক্কুরের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন সাক্সেনা।
তবে দলীয় ৪৬ রানে ইরফানের বিদায়ের পর অধিনায়ক মাহমুদুল হাসানের সঙ্গে ১০৯ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন সাক্সেনা। ফলে ৫৩ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় কলাবাগান একাডেমী।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন এ ভারতীয়। ৯৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মাহমুদুল করেন ৪৬ রান। সিসিএসের পক্ষে নাসুম আহমেদ ও শাওন গাজী ২টি করে উইকেট পান।
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে সিসিএস। ব্যাটিং নেমে শুরুতেই অধিনায়ক রাজিন সালেহকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ৯৫ রানে প্রথম সারির ছয় উইকেট হারায় তারা।
এরপর এক প্রান্তে কিছুটা লড়াই চালিয়ে যান আমিত মজুমদার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। ছয় ম্যাচ পর ইনজুরি কাটিয়ে দলে ফেরা সাইফুদ্দিন করেন ২৮ রান। এছাড়া আশরাফুন নবি ২৭, সালমান হোসেন ২৪ ও নাসুম আহমেদ ২২ রান করেন।
কলাবাগানের পক্ষে অধিনায়ক মাহমুদুল হাসান ৩৭ রানে ৩টি উইকেট পান। এছাড়া ভারতীয় জতিন সাক্সেনা নেন ২টি উইকেট।
আরটি/আরআর/এমএস