ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঐতিহ্যবাহী লাল-নীল জার্সিতে বার্সা (ভিডিও)

প্রকাশিত: ০৫:০০ এএম, ৩১ মে ২০১৬

আবারো নিজেদের ঐতিহ্যবাহী লাল-নীল জার্সিতে দেখা যাবে সদ্য লা-লিগা চ্যাম্পিয়ান বার্সেলোনাকে। ২০১৬-১৭ মৌসুমে লাল ও নীল রঙের খাড়া ডোরাকাটা জার্সিটি পরে খেলবে মেসি-নেইমার-সুয়ারেসরা।

২০১৭ সালে বার্সেলোনার প্রথম ইউরোপ সেরার মুকুট জয়ের ২৫ বছর পূর্তি হবে। আর এতে অনুপ্রাণিত হয়েই ক্লাবটি ঐতিহ্যবাহী জার্সিতে ফিরছে। সোমবার নিজেদের নতুন জার্সিটি প্রকাশ করে বার্সেলোনা। প্রকাশ করার সাথে সাথেই বার্সা সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে জার্সিটি।

জার্সিটিতে লাল-নীল রঙের লম্বা ডোরাকাটা দাগ বেশ ফুটে উঠেছে। দুই হাতার রঙ গাঢ় নীল। আর ঘাড়ের উপরে প্রান্তের দিকে ডোরাকাটা আছে। নতুন জার্সিটির সামনে কোন স্পন্সরের নাম নেই, হাতার মধ্যে স্পন্সরের নাম বেশ ফুটে উঠেছে।   



এমআর/পিআর