ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চুক্তিতে কী লেখা হয় দেখেন না মেসি

প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ৩০ মে ২০১৬

কোন ক্লাবের সঙ্গে চুক্তি করছেন। কত বছর চুক্তি করছেন- এসব বিষয় নাকি কিছুই দেখেনই না লিওনেল মেসি। চুক্তিপত্র না পড়েই নাকি তিনি স্বাক্ষর করে দেন তাতে। চুক্তিপত্রের পুরো বিষয়টা দেখভাল করেন অবশ্য তার বাবা হোর্হে মেসি। বার্সেলোনা আদালতে গিয়ে এমন কথাই জানিয়েছেন লিওনেল মেসি।

২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে মেসির বিরুদ্ধে ৪.১ মিলিয়ন ইউরো ফাঁকি দেয়ার অভিযোগ তোলা হয়েছে। সে জন্য মেসিকে আদালতে হাজিরা দিতে হয়েছিল।

আদালতে দাঁড়িয়ে মেসি বলেন, ‘আমি বাবাকে বিশ্বাস করি। বাবাই আমার চুক্তিবিষয়ক সব কিছু দেখেন। তিনি যা বলেন সেটাই আমি করি। আমি সব জায়গাতেই স্বাক্ষর করি। তবে আমি চুক্তিপত্র পড়ি না, দেখিও না। কী সই করছি সেটাও আমি জানি না। বাবাকে বিশ্বাস করেই আমি সই করি।’

এই কথাগুলো বলার সময় বিচারক মেসিকে গলা উচু না করতে বলেন; কিন্তু মেসি বলেন, ‘আমি এভাবেই কথা বলি।’

আইএইচএস/বিএ