ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ার্নারের ব্যাটে শুভ সূচনা হায়দারাবাদের

প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৯ মে ২০১৬

ফাইনালে এসে প্রথা ভাঙলেন সানরাইজার্স হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে নিলেন ব্যাটিং। আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড যাদের, সেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে ঘুড়ির নাটাইটা তুলে দেয়ার সাহস দেখালেন তিনি। টস জিতেও নিলেন ব্যাট করার সিদ্ধান্ত। নিজেই জানালেন কারণটা। বোলারদের ওপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনাও এনে দিলেন সানরাইজার্স অধিনায়ক। আরেক ওপেনার শিখর ধাওয়ানকে নিয়ে গড়লেন ৬৩ রানের জুটি। তাও মাত্র ৬.৪ ওভারে। যদিও ইয়ুজবেন্দ্র চাহালের স্লো বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান ধাওয়ান। আউট হওয়ার আগে ২৫ বলে তিনি বরেন ২৮ রান। তিনটি চার ও একটি ছক্কার মার ছিল তাতে।

তবে, এক প্রান্তে ঠিকই ঝড় তুলে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। এ রিপোর্ট লেখার সময় সানরাইজার্স হায়াদারাবাদের রান ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৭। ২৪ বলে ৫২ রানে ব্যাট করছেন ওয়ার্নার। ৪ বলে ৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন মইসেস হেনরিক্স।

আইএইচএস/পিআর

আরও পড়ুন