ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগের শেষ দুই রাউন্ডের সূচি

প্রকাশিত: ০৯:২১ এএম, ২৯ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আগামী রোববার (১ জুন) শুরু হচ্ছে দশম রাউন্ডের খেলা। আগের রাউন্ডগুলোর মতো এবারও রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।

এর আগে হঠাৎ আবাহনী ও প্রাইম দোলেশ্বরের খেলা মিরপুর থেকে পরিবর্তন করে সাভারে স্থানান্তর করে সিসিডিএম। আর সেখানে খেলে আম্পায়াররের একাধিক বিতর্কিত সিদ্ধান্তে জয় পায় আবাহনী। তাই শেষ দুই রাউন্ডের খেলাও বিকেএসপিতেই রেখেছে আবাহনী।

ইতোমধ্যেই নয় রাউন্ড শেষ হয়েছে এবারের লিগের। আর তাতেই দারুণ জমে উঠেছে লিগ। নয় ম্যাচে ছয়টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম দোলেশ্বর ও মোহামেডান। তবে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিজন্ডস অব রূপগঞ্জ। আর ১০ পয়েন্ট নিয়ে তার পরে রয়েছে আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামাল।

এছাড়া ভিক্টোরিয়ার পয়েন্ট ৯। আর ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপের পয়েন্ট ৮। তাই সুপার সিক্সের লড়াইয়ে রয়েছে নয়টি দল। কাগজে কলমের সূক্ষ্ম বিবেচনায় সম্ভবনা রয়েছে ৬ পয়েন্ট পাওয়া কলাবাগান ক্রীড়া চক্রেরও।

শেষ দুই রাউন্ডের সূচি:
দশম রাউন্ড:
১ জুন: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম আবাহনী লিমিটেড (বিকেএসপি)
১ জুন: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (মিরপুর)
১ জুন: কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ক্রিকেট কোচিং স্কুল (ফতুল্লা)
২ জুন: রিজার্ভ ডে
৩ জুন: মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র (ফতুল্লা)
৩ জুন: লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি)
৩ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
৪ জুন: রিজার্ভ ডে
একদশ রাউন্ড:
৫ জুন: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)
৫ জুন: আবাহনী লিমিটেড বনাম ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি)
৫ জুন: কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম কলাবাগান ক্রীড়া চক্র (মিরপুর)
৬ জুন: রিজার্ভ ডে
৭ জুন: মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি)
৭ জুন: লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
৭ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (ফতুল্লা)
৮ জুন: রিজার্ভ ডে

আরটি/এমআর/পিআর

আরও পড়ুন