ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাব্বিরের ব্যাটে প্রাইম ব্যাংকের জয়

প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৯ মে ২০১৬

কলাবাগানের দেওয়া ৯০ রানে লক্ষ্যে খেলতে নেমে রোববার সকালে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে মেহেদী মারুফকে হারায় তারা। এর পর আরেক ওপেনার সানাজ আহমেদকে নিয়ে দলের হাল ধরেন সাব্বির রহমান। এ জুটি তবে ৩০ রান করে সাজঘরে ফিরে যান সানাজ।

সানাজের বিদায়ের পর নুরুল হোসেন সোহানকে নিয়ে বাকি কাজ শেষ করেন সাব্বির। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তারা। ফলে ৬৩ বল হাতে রেখেই জয় পায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন সাব্বির। ২৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া সানাজ ২২ রান ও সোহান অপরাজিত থেকে করেন ১৫ রান।

এর আগে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালে বৃষ্টির কারণে ২১ ওভারে ম্যাচ নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলাবাগান একাডেমী। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে মাত্র ৮৯ রান করেই সবকটি উইকেট হারায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ইরফান শুক্কুর ও তাপস ঘোষ ১২ রান করে করেন। প্রাইম ব্যাংকের হয়ে মনির হোসেন ১২ রান দিয়ে ৩টি উইকেট পান। এছাড়া ২৩ রানে ৩টি উইকেট পান মোহাম্মদ আজিম। প্রথম ইনিংস শেষ হবার পর বৃষ্টি নামলে দ্বিতীয় ইনিংস রিজার্ভ ডেতে নিতে বাধ্য হন আম্পায়াররা।

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন