মুস্তাফিজের ইনজুরিতে দুশ্চিন্তায় ভুবনেশ্বর
গুজরাট লায়ন্সের বিপক্ষে টসের আগ পর্যন্ত সব ঠিক ছিল। টসে জিতে বোলিং নেয়ার সময়েই হায়দারাবাদের অধিনায়ক ওয়ার্নার জানালেন দুঃসংবাদটি। ইনজুরির কারণে আইপিএলে নিজের প্রথম ম্যাচ মিস করছেন মুস্তাফিজ। অবশ্য তাকে ছাড়াই ভুবনেশ্বরের অসাধারণ বোলিংয়ে ভালো লড়াই করে ম্যাচ জিতে ফাইনালে ওঠে হায়দারাবাদ। কিন্তু মুস্তাফিজের অভাব বেশ ভালোভাবেই অনুভব করেছেন ভুবনেশ্বর কুমার।
মুস্তাফিজের ইনজুরি নিয়েও চিন্তায় রয়েছেন ভুবনেশ্বর কুমার। ফাইনালের মত বড় মঞ্চে মুস্তাফিজকে ছাড়া হায়দারাবাদ দল অনেকটাই পিছিয়ে থাকবে। কুমার বলেন, ‘মুস্তাফিজ এখন পর্যন্ত অসাধারণ পারফর্ম করে আসছে কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজকে হারানো আমাদের জন্য খুব সহজ বিষয় ছিল না। কিন্তু বোল্ট বেশ ভালো করেছে। শেষের দিকে যদিও বোল্ট বেশ কিছু রান দিয়েছে কিন্তু এগুলো খেলারই অংশ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই দলের সাথে থেকেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি ট্রেন্ট বোল্ট। হায়দারাবাদের হয়েও টুর্নামেণ্টের ১৫টি ম্যাচে খেলতে পারেননি এই বাঁহাতি পেসার। প্রথম ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩৯ রান দেয়ার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট।
দলে নিজের অবস্থান টিকিয়ে রাখতে বেশ পরিশ্রম করেছেন বোল্ট। ভুবনেশ্বরের কথায়, ‘আপনি যদি তাকে দেখেন, সে অনেক পরিশ্রম করছে নেটে। সে জানে হয়ত সেমিফাইনাল কিংবা দলের গুরুত্বপূর্ণ সময়ে তাকে মাঠে নামতে হতে পারে।তবে মুস্তাফিজকে হারানোটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি ছিল।’
আরআর/আরআইপি