ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্রিকেট ইতিহাসে যে বিরল রেকর্ডের জন্ম দিলেন ফাহিমা-জান্নাতুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:২৭ এএম, ১১ এপ্রিল ২০২৫

লাহোরে নারী বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। যা ছিল বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

শুধু এ রেকর্ডই নয়, থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড, সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে দুই স্পিসনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস যে রেকর্ডের জন্ম দিয়েছেন, তা ক্রিকেট ইতিহাসেই বিরলতম ঘটনা। নারী ক্রিকেটে তো এমন ঘটনা আগে ঘটেইনি। পুরুষ ক্রিকেটের ইতিহাসে ঘটেছে মাত্র একবার।

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। বিশেষভাবে ফাহিমা এবং জান্নাতুল ফেরদৌস। দু’জনই সমান ৫টি করে থাইল্যান্ডের ১০ উইকেট ভাগ করে নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট দু’জনে ৫টি করে ভাগ করে নেয়ার ঘটনা নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। আর পুরুষদের ক্রিকেটে এর আগে মাত্র ১বার ঘটেছিল এমন ঘটনা। ১৯৭৭ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল এবং গ্যারি কোসিয়ের সমান ৫টি করে ১০ উইকেট নিয়েছিলেন।

লেগব্রেক বোলার ফাহিমা এ নিয়ে খেলেছেন ৪৫তম ওয়ানডে। এই প্রথম ৫ উইকেট নিলেন তিনি। ৮.৫ ওভার বল করে ১টি মেডেন নেন। ২১ রান দিয়ে নেন ৫ উইকেট। আর অফব্রেক বোলার জান্নাতুল ফেরদৌস এ নিয়ে খেললেন ৩য় ওয়ানডে। আগের দুই ম্যাচে কোনো উইকেটই পাননি! উইকেট শিকার শুরুই করলেন তিনি ৫টি দিয়ে। ৫ ওভারে ৩টি মেডেন, ৭ রান দিয়ে ৫ উইকেট। অসাধারণ বোলিং স্পেল।

বিজ্ঞাপন

এর আগে নিজের ৫৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৮০ বলে ১০১ রান করেন তিনি। শারমিন আক্তার ১২৬ বলে খেলেন ৯৪ রানের ইনিংস। বাংলাদেশ গড়ে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান।

আইএইচএস/কেএএ

বিজ্ঞাপন