ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রাইম ব্যাংককে হারিয়ে আবার জয়ের ধারায় মোহামেডান

প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৫ মে ২০১৬

নাজমুল হোসেন মিলন ও হাবিবুর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর নাঈম ইসলাম জুনিয়র ও শুভাশিস রায়ের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিস্নাত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ফলে আট রাউন্ড শেষে রান রেট বিবেচনায় শীর্ষে উঠে এলো ঐতিহ্যবাহী এ দলটি। যদিও হেড টু হেড বিবেচনায় শীর্ষে প্রাইম দোলেশ্বর।

আগের দিনের ১ উইকেটে ৪১ রান নিয়ে ব্যাটিং করতে নেমে এদিন দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রানের দারুণ এক জুটি গড়েন দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী মারুফ ও সাব্বির হোসেন। কিন্তু দলীয় ১১২ রানে সাব্বিরের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ৩০ রান যোগ করতে শেষ নয়টি উইকেট হারিয়ে বড় ব্যবধানে হার মানতে বাধ্য হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

মোহামেডানের পক্ষে ২১ রানে ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন নাঈম ইসলাম জুনিয়র। এছাড়া ৪৯ রানে ৩টি উইকেট নেন শুভাশিস। আরিফুল নেন ২টি উইকেট।

এর আগে মঙ্গলবার মোহামেডানের বিপক্ষে সুবিধাজনক অবস্থানেই ছিল প্রাইম ব্যাংক। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে ২২৪ রানে গুটিয়ে দিয়েছিল তারা। এরপর মাত্র ৬.২ ওভারে ১ উইকেটে ৪১ রান করেছিল দলটি।

তবে মঙ্গলবার সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। ব্যাটিংয়ে শুরুতেই বড় বিপর্যয়ে পরে তারা। মাত্র ৪১ রানেই প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানকে হারায়। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৭০ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে নেন ভারতীয় ব্যাটসম্যান মিথুন মানহাস ও নাজমুল হোসেন মিলন। এরপর দলীয় ১১১ রানে মিথুনের বিদায়ের পর হাবিবুর রহমানকে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন মিলন। ৮৪ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর আনতে সহয়তা করেন তারা। শেষপর্যন্ত ৪ বল বাকি থাকতে ২২৪ রানে অলআউট হয় মোহামেডান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন মিলন। এছাড়া হাবিবুর করেন ৫০ রান। প্রাইম ব্যাংকের পক্ষে ৪০ রানে ৩টি উইকেট পান মোহাম্মদ আজিম। এছাড়া রুবেল হোসেন ও মনির হোসেন ২টি করে উইকেট নেন।

আরটি/এমআর/এবিএস

আরও পড়ুন