ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের আক্রমণ রুখে দেওয়ার কৌশলে মনোযোগী বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৪ মার্চ ২০২৫

প্রায় সাড়ে ৩ বছর পর ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। ২০২১ সালে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম দুই দেশ পরস্পর মুখোমুখি হচ্ছে। ওই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবার কী করবে বাংলাদেশ?

ফুটবল মাঠে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত সুখকর নয়। বাংলাদেশ কবে ভারতকে হারিয়েছে সেই স্মৃতি হারিয়ে যেতে বসেছে অনেকের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ভারতকে হারানোর পর আর কখনো জয়ের মুখ দেখেনি লাল-সবুজ জার্সিধারীরা। তারপর ৯ বার ভারতের মুখোমুখি হয়ে চার ম্যাচ হেরে পাঁচটি ড্র করেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে ভারত বরাবরই ফেবারিট। ম্যাচ যখন ভারতের মাটিতে তখন তো কথাই নেই। তবে ২৫ মার্চের ম্যাচে বাংলাদেশের জন্য টনিক হতে পারেন হামজা চৌধুরী। ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ভারতের বিপক্ষে ম্যাচে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামজার কারণে এই ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গেছে। তবে হামজার অন্তর্ভূক্তিতে এ ম্যাচ বাংলাদেশ জিতে যাবে সেই বাজি ধরছেন না কেউ। বরং সৌদি আরবে অনুশীলনরত ফুটবলারদের ভারতকে আটকানোর কৌশলেই বেশি নজর দিতে হচ্ছে কোচকে।

এই যেমন শুক্রবার অনুশীলনের পর দলের সহকারী কোচ হাসান আল মামুন সেটাই বললেন, ‘আমরা ভারতের আক্রমণগুলো কীভাবে ব্লুক করবো সেটাই এই সেশনে শেখালাম খেলোয়াড়দের।’

বিজ্ঞাপন

হামজার অন্তর্ভূক্তি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক খবর। তবে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি মনে করেন, এই ম্যাচ দেখার পরই হামজার পারফরম্যান্স বিশ্লেষণ করা সমীচীন হবে।

শুক্রবার তিনি গণমাধ্যমে বলেন, ‘হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে, এটা তার জন্য গর্বের ব্যাপার। এই জার্সিতে তার নিজেকে প্রমাণ করতে হবে। সেক্ষত্রে পরে তাকে নিয়ে বিচার-বিশ্লেষণ করা যাবে, তিনি কেমন পারফর্মার। এজন্য বলবো, ম্যাচের আগেই যদি তাকে অনেক বেশি উচ্চতায় তুলে ফেলা হয়, সেটা সমীচীন হবে না।’

আরআই/এমএইচ/

বিজ্ঞাপন