ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার টেস্ট দলে কুশল পেরেরা

প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৩ মে ২০১৬

ডোপ টেস্ট থেকে মুক্তি পাওয়ার পর অবশেষে শ্রীলঙ্কার টেস্ট দলে জায়গা করে নিলেন মারমুখী ব্যাটসম্যান কুশল পেরেরা। মূলত ধামিকা প্রসাদের ইনজুরির কারণেই তার শ্রীলঙ্কা দলে জায়গা হয়। কিন্তু গত ৫-৬ মাস প্রায় ক্রিকেট থেকে বাইরে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত বছর অক্টোবরে ডোপ টেস্ট করা হয় পেরেরার। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায়, ডিসেম্বরে সাময়িকভাবে নিষিদ্ধ করা তাকে। ফলে সব ধরনের ক্রিকেট থেকেই দুরে থাকতে হয়েছে তাকে। শুধু তাই নয়, চূড়ান্তভাবে চার বছরের জন্য নিষিদ্ধ হওয়ার মুখে ছিলেন তিনি।

তবে কুশল পেরেরার আইনজীবীরা তার এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করলে, ডোপ পরীক্ষার নমুনা পাঠানো হয় কাতারে সর্বোচ্চ প্রযুক্তির ডোপ টেস্ট ল্যাবরেটরিতে। আন্তর্জাতিক ডোপ এজেন্সি ওয়াদা কর্তৃক অনুমোদিত এই ল্যাবরেটরি থেকে অবশেষে পরীক্ষা-নীরিক্ষা করিয়ে আনা হলো পেরেরার নমুনা। যেখান থেকে জানা গেলো, পেরেরার নমুনায় এমন কোন কিছু পাওয়া যায়নি, যেটা দিয়ে তাকে ডোপপাপি হিসেবে প্রমাণ করা যায়।

২৫ বছর বয়সী পেররা গতবছর সেপ্টেম্বরে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই লজ্জার হারের মুখ দেখতে হয় শ্রীলঙ্কাকে। ইনিংস এবং ৮৮ রানের ব্যবধানে হেরে অনেকটা বিপর্যস্ত এঞ্জেলো ম্যাথুজের দল। তাই দ্বিতীয় টেস্টে ভালো কিছুর জন্যআনা হচ্ছে পেরেরাকে। শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সে ম্যাচের আগেই ইংল্যান্ড পৌছাবেন কুশল পেরেরা।

আরআর/এমএস

আরও পড়ুন