ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আনচেলত্তিই সেরা কোচ

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

ইউরোপিয়ান ফুটবলে বেশ আগে থেকেই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় রিয়াল মাদ্রিদের  বর্তমান কোচ কার্লো আনচেলত্তির নাম। বিশ্বের দ্বিতীয় কোচ হিসেবে জিতেছেন তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এ কোচ সম্পর্কে রিয়ালের সাবেক গোলরক্ষক কোচ টানক্রেডি বলেন, “এ মুহুর্তে আনচেলত্তিই বিশ্বের সেরা কোচ। কারণ, তার অধীনে সবগুলো দলই সফলতা পেয়েছে। তিনি খুবই ভদ্র লোক। সহজেই তিনি দল গুছিয়ে নিতে পারেন। এছাড়া ফুটবলারদের শৃঙ্খলার মধ্যে রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন”।  

টানক্রেডি আরো বলেন, ‘অধিকাংশ ফুটবলারই তার প্রশংসায় পঞ্চমুখ। এসি মিলান, চেলসি কিংবা রিয়াল সবখানেই অ্যানচেলত্তি শ্রদ্ধার পাত্র।

কোচ হিসেবে আনচেলত্তির উত্থানটা হয় ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের হয়ে। তার অধীনেই ২০০৩ এবং ২০০৭ সালে দু’বার ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিল মিলান।

উল্লেখ্য, ইতালিয়ান এই কোচ বর্তমানে লা-লিগা সহ চারটি ভিন্ন লিগে কোচিং করিয়েছেন। সব দলকেই তিনি লিগ শিরোপা জিতিয়েছেন।