প্রিমিয়ার লিগে উড়ছে মোহামেডান
তিনদিন আগে আবাহনীর কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে মোহামেডান। সাদা-কালোদের এই বিদায়ের পথটা তৈরি হয়েছিল প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে। সেই রহমতগঞ্জের বিপক্ষে আলফাজ আহমেদের দল প্রতিশোধ নিয়েছে লিগ ম্যাচ জিতে।
শুক্রবার মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয় পেয়েছে এখনো পেশাদার লিগের শিরোপা জিততে না পারা দলটি।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ হারিয়েছিল বসুন্ধরা কিংসের কাছে ঘটনাবহুল ম্যাচে। ফেডারেশন কাপ থেকেও বিদায় নিয়েছে গতবারের রানার্সআপ দলটি। এখন মতিঝিল পাড়ার ক্লাবটির সব মনোযোগ প্রিমিয়ার লিগে। সেই রাস্তায় দুর্দান্তভাবেই এগিয়ে যাচ্ছে তারা। এক কথায় উড়ছে মোহামেডান।
৯ ম্যাচের প্রথম লেগের ৭টিতেই জিতলো মোহামেডান। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। বাকি দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই এককভাবে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করতে পারবে। এ ম্যাচ জিতলে মোহামেডানকে ছুঁতে পারতো রহমতগঞ্জ। তবে এ মৌসুমে ভালো ফুটবল উপহার দেওয়া কামাল বাবুর দলটির বিপক্ষে প্রাধান্য নিয়ে খেলেই মোহামেডানের সপ্তম জয় নিয়ে মাঠ ছেড়েছে।
প্রথমার্ধের শেষ দুই মিনিট ছিল নাটকে ভরা। রাজু আহমেদ জিসানের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পরপরই পেনাল্টি পেয়েছিল রহমতগঞ্জ। সবাই ধরেই নিয়েছিল ১-১ গোলে শেষ হতে চলেছে ম্যাচের প্রথমার্ধ। তবে রহমতগঞ্জকে সেই সুযোগ কাজে লাগাতে দেননি মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন। নাবিব নেওয়াজ জীবনের শট ঠেকিয়ে দেন তিনি।
অধিনায়ক সোলেমান দিয়াবাতে ব্যবধান দ্বিগুণ করেছিলেন ৬৪ মিনিটে। নাইজেরিয়ান এমানুয়েল সানডে গোল করে ৩-০ করেন ৬৯ মিনিটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেড় যুগ পর ডাবল হ্যাটট্রিক করা ঘানার ফরোয়ার্ড ৮৮ মিনিটে গোল করলে রহমতগঞ্জের পরাজয়ের ব্যবধান কমে দাঁড়ায় ৩-১।
মোহামেডানের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জ। তাদের পয়েন্ট ১৫। গাজীপুরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। চতুর্থ জয়ে ব্রাদার্স ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে।
আরআই/আইএইচএস/