ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওলমো ইস্যুতে বার্সা সভাপতির পদত্যাগ দাবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

দানি ওলমো এবং পাও ভিক্টরকে নিবন্ধন করাতে না পারার ব্যর্থতার কারণে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগ দাবি করেছেন তার বিরোধী পক্ষ।

আরবি লেইপজিগ থেকে দানি ওলমো এবং জিরোনা থেকে লোনে থাকা পাও ভিক্টরের নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যায় গত ৩১ ডিসেম্বর। এর মধ্যে এই দু’জনকে পূনরায় নিবন্ধন করানোর আবেদন করলে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সে আবেদন নাকচ করে দেয়। কারণ, এ সময়ের মধ্যে এ দুই ফুটবলারের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে পারেনি বার্সা।

প্রায় ১০টি গ্রুপ, যারা বার্সেলোনার কার্যনির্বাহী কমিটি নির্বাচনে হুয়ান লাপোর্তার বিরোধী পক্ষে থাকেন, তারা দানি ওলমো ও পাও ভিক্টরের নিবন্ধন ইস্যুতে লাপোর্তার পদত্যাগের জোরালো দাবি উত্থাপন করলেন।

ভিক্টর ফন্টের সি আল ফিউটুর এবং হুয়ান ক্যাম্পরুবি মন্টালের সোম উন ক্ল্যামের নেতৃত্বে এই দশটি ভিন্ন ভিন্ন দল এবং সমর্থক গ্রুপ লাপোর্তার পদত্যাগের দাবিতে একত্রিত হয়েছে।

তারা দানি ওলমো এবং পাও ভিক্টর নিবন্ধন করার ক্ষেত্রে ‘অবহেলা’কে প্রেসিডেন্টের (লাপোর্তা) বিরুদ্ধে তাদের আন্দোলনের অন্যতম একটি কারণ হিসাবে উল্লেখ করেন। লাপোর্তার মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত।

লাপোর্তার বিপক্ষে আরও যে সব অভিযোগ তার মধ্যে রয়েছে, কিট সাপ্লায়ার প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে বার্সেলোনা কমিশন তৃতীয় একটি পক্ষকে অর্থ দিয়েছে। এছাড়া সমর্থকদের সঙ্গে বিরোধের কারণে অলিম্পিক স্টেডিয়ামে গানের সেকশন বন্ধ করে দেয়া, ন্যু ক্যাম্পে (যেটিকে আগামী ২০ বছরে সংসকার করা হবে) ১০০ মিলিয়ন ইউরোর ভিআইপি টিকিট বিক্রির অর্থ নয়ছয় করা।

বিক্ষোভকারী ১০ গ্রুপের যৌথ স্বাক্ষরে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, লাপোর্তা যদি পদত্যাগ না করেন, তাহলে তারা তার প্রেসিডেন্সের বিপক্ষে অনাস্থা ভোটের আয়োজন করবেন।

আইএইচএস/