ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

উড়ছে মোহামেডান, ১০ জন নিয়ে ৫ গোল চট্টগ্রাম আবাহনীর জালে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

নামের পাশে জয়ের সংখ্যা বাড়ছেই মোহামেডানের। এক এক করে টানা ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করেছে সাদাকালোরা। শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ৫-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ২২ মিনিটে মোহামেডানের তপু দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) পেয়ে মাঠ ছাড়লে মোহামেডানকে বাকি সময় খেলতে হয় ১০জন নিয়ে।

১০ জনের মোহামেডানকে প্রথমার্ধে আটকে রেখেছিল এখনো পয়েন্ট না পাওয়া চট্টলার দলটি। তবে দ্বিতীয়ার্ধ পুরোটাই হয়ে উঠে গোলময়। মোহামেডানের ৫ গোলের পাশে এক গোল আছে চট্টগ্রাম আবাহনীরও। ৬ গোলের ম্যাচের একটি আত্মঘাতি। সেলিম রেজা নিজেদের জালে বল পাঠিয়ে মোহামেডানের গোলের পাল্লা ভারি করেছেন ৮৫ মিনিটে।

তার আগেই ৪-০ ব্যবধানে এগিয়েছিল মোহামেডান মউনজিরের ৪৭, সানডের ৫৫ এবং সৌরভ দেওয়ানের ৬৩ ও ৯০ মিনিটের গোলে। ৫-০তে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী শেষ বাঁশির আগ মুহূর্তে জিতুর গোলে করে ৫-১।

৬ ম্যাচে ১৮ পয়েন্ট মোহামেডানের। টেবিলের দুইয়ে থাকা রহমতগঞ্জের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে। আবাহনীর চেয়ে ৫ ও বসুন্ধরা কিংসের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে এখনো প্রিমিয়ার লিগের শিরোপার মুখ না দেখা মোহামেডান।

চট্টগ্রাম আবাহনী ধুঁকছে পয়েন্ট টেবিলে সবার নিচেই। ৬ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে। অনিশ্চয়তা কাটিয়ে শেষ মুহূর্তে দলবদলে অংশ নেওয়া দলটি রেলিগেশনেই পড়বে কিনা সেই শঙ্কায় কর্মকর্তারা।

আরআই/আইএইচএস/