ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরও ২ পয়েন্ট খোয়ালো আবাহনী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

বিদেশি ফুটবলার ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালোই খেলছিল আবাহনী। মোহামেডানের কাছে হারলেও তা পুষিয়ে নিয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে। পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে পিছিয়ে ছিল ৩ পয়েন্ট। ষষ্ঠ রাউন্ডে সেই ব্যবধানটা আরও বাড়লো।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। এই ড্রয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরেকটি ধাক্কা খেলো সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা।

৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৩। শীর্ষে থাকা মোহামেডানের ১৫। আবাহনীর কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া ফর্টিসের সংগ্রহ ৬। ৬ রাউন্ড শেষে তাদের অবস্থানও ৬ এ।

ড্র করার পর আবাহনীর দ্বিতীয় স্থান ধরে রাখা ঝঁকিপূর্ণ হয়ে গেলো। শনিবার ঢাকা ওয়ান্ডারার্সকে হারালে আবাহনীকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে রহমতগঞ্জ।

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। ব্রাদার্সের গোল করেছেন মুস্তাফা দ্রামেহ, চেক সেনে ও সাজ্জাদ হোসেন। ৬ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে ব্রাদার্স টেবিলের চারে। পঞ্চম হারে ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে ইয়ংমেন্স ক্লাব।

আরআই/এমএইচ/জিকেএস