পাঁচ মাস পিছিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই
ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ২০২৫ সালের সূচি পুনর্বিন্যাসের কারণে সাফ কর্তৃপক্ষ ২০২৫ সালে অনুষ্ঠেয় তাদের সব প্রতিযোগিতার শিডিউল স্থগিত করেছিল।
মঙ্গলবার অনুষ্ঠিত সাফের কম্পিটিশন কমিটি সভায় স্থগিত শিডিউল নতুন করে ঘোষণা করা হয়েছে। সংশোধন করা হয়েছে যুব প্রতিযোগিতার ২০২৫ সালের ক্যালেন্ডার।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ পাঁচ মাস পিছিয়ে জুলাইয়ে অনুুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশই। প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১১ জুলাই।
এদিকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হবে ৮-১৮ মে ভারতে। সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫ ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর এবং সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ১৭ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ কোথায় আয়োজন করতো, তা নিয়ে ছিল দ্বিধাদ্বন্দ্ব। কারণ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চলমান সংস্কার কাজ কবে শেষ হবে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারছিল না জাতীয় ক্রীড়া পরিষদ।
ডিসেম্বরের মধ্যে অন্যান্য কাজ শেষ করা সম্ভব হলেও ফ্লাডলাইট স্থাপনে লেগে যাবে আরো কয়েক মাস। জুলাইয়ে টুর্নামেন্ট চলে যাওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা উজ্জ্বল হলো।
আরআই/এমএমআর/এমএস