ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুখবর দিয়ে বছর শেষ করছেন সাবিনারা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪

প্রায় শেষ দিকে চলে আসা ২০২৪ সালে বাংলাদেশ নারী ফুটবলে আছে কয়েকটি সাফল্য। এর মধ্যে দেশের মানুষকে বেশি আনন্দে ভাসিয়েছে নারী জাতীয় দল। গেল অক্টোবরে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন সাবিনারা।

দক্ষিণ এশিয়ায় টানা দুইবার শ্রেষ্ঠত্ব অর্জনের পর র‍্যাঙ্কিংয়েও এসেছে বড় সুখবর। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে সাবিনা খাতুনদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের।

সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

আরআই/এমএইচ/জিকেএস