ইয়ংমেন্সের জালে পুলিশের ৪ গোল
গত মৌসুমে চারে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করা বাংলাদেশ পুলিশ এফসির এবারের শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচেই তারা হেরে গিয়েছিল ব্রাদার্সের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে পুলিশ দল। নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়েছে ৪-১ গোলে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরুতে পুলিশের জালে বল পাঠিয়ে অঘটনের আভাস দিয়েছিল ইয়ংমেন্স। ১০ মিনিটে গোল করে ইয়ংমেন্সকে লিড এনে দেন উজবেকিস্তানের তুরায়েভ। পিছিয়ে পড়ে পুলিশ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে বিরতির বাঁশির আগে একটি গোল পরিশোধ করে। জয়ন্ত কুমার রায়ের গোলে পায়ের নিচে মাটি পায় পুলিশ। দ্বিতীয়ার্ধটা পুরোপুরি নিজেদের করে নেয় তারা।
৫২ মিনিটে মানিক মোল্লার গোলে লিড নেয় পুলিশ। এর পর ৬৫ ও ৮১ মিনিটে গোল করে পুলিশের জয়ের ব্যবধান বড় করেন আল-আমিন। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পুলিশ টেবিলের ৬ নম্বরে। এখনো জয়হীন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
অন্য ম্যাচে ঘরের মাঠ কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্সের বিপক্ষে। প্রথম মিনিটে জাকারিয়ার গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ১৮ মিনিটে গাম্বিয়ান পা ওমরের গোলে সমতায় ফেরে ফর্টিস।
আরআই/আইএইচএস/