এমএলএসে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি
বয়স ৩৭ পেরিয়েছে, ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। এখনও পুরস্কার জিতেই চলেছেন লিওনেল। সর্বশেষ সংযোজন আমেরিকান মেজর সকার লিগের (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ অ্যাওয়ার্ড। ক্যারিয়ারের ৭৯তম ব্যক্তিগত অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টাইন খুদেরাজ।
গত কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে মেজর লিগ সকারের শুরুতে ছিলেন না মেসি। তবে ফেরার পর দুর্দান্ত খেলেছেন। রেগুলার সিজনে ইন্টার মিয়ামির রেকর্ড গড়ার কারিগর ছিলেন তিনি।
এই বছরের রেগুলার সিজনে মিয়ামি পেয়েছে রেকর্ড ৭৪ পয়েন্ট। মেসি অবদান রেখেছেন ৩৬ গোলে। ইনজুরি থেকে ফিরে মাত্র ১৯ ম্যাচ খেলে ২০ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট, লিগ ইতিহাসের এক মৌসুমে পঞ্চম সর্বোচ্চ। প্রথমবারের মতো দল জিতেছে সাপোর্টার্স শিল্ড।
মিয়ামিতে মেসির মৌসুম শেষ হয় এমএলএস কাপ প্লে অফের প্রথম রাউন্ড থেকে হতাশার বিদায়ে। তারপরও সবমিলিয়ে পারফরম্যান্সে তিনিই বছরের সেরা খেলোয়াড়।
দশম সাউথ আমেরিকান হিসেবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতেছেন মেসি, পঞ্চম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার পেলেন তিনি।
এমএমআর/এএসএম