নেইমারের অনুকরণ করেই পেনাল্টি মিস করেন এমবাপে!
রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপের। এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করেছেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা। একটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে, অন্যটি লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচে। পৃথক দুই ম্যাচে হেরেছে রিয়ালও। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির দুর্দিনে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে।
কী কারণে পেনাল্টি মিস করছেন এমবাপে, তা নিয়ে চলছে আলোচনা। অনেক ফুটবল বোদ্ধা মনে করেন পেনাল্টি বিশেষজ্ঞ না হয়েও পেনাল্টি কিক নিতে যাওয়াই আসল সমস্যা। অর্থাৎ অনেকে এমবাপেকে পেনাল্টি বিশেষজ্ঞ ভাবেন না। এক্ষেত্রে জুড বেলিংহ্যামকে এগিয়ে রাখেন তারা।
কারণ, চলতি মৌসুমে ফ্রি-এজেন্ট হিসেবে রিয়ালে এমবাপের যোগ দেওয়ার আগে স্পটকিক নিতেন বেলিংহ্যামই। এতে দারুণ সফলতা দেখিয়েছেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
সম্প্রতি মাদ্রিদের রেডিও স্টেশন ‘আরএমসি’ স্পোর্টসের ফুটবল বিশ্লেষক কেভিন দিয়াজ দাবি করেছেন, নেইমারের অনুকরণ করতে গিয়েই মূলত পেনাল্টি মিস করছেন এমবাপে। স্পটকিক নেওয়ায় এমবাপের দক্ষতার অভাবও দেখছেন তিনি।
Sommes-nous trop ingrats avec Kylian Mbappé ?
— After Foot RMC (@AfterRMC) December 5, 2024
@kevindiaz11 : "Cette histoire de penalties révèle une chose : il ne connait pas ses limites. Parfois, il se voit meilleur qu'il ne l'est. Il n'est pas un spécialiste des penalties." #RMCLive pic.twitter.com/tYMlALtBrN
কেভিন দিয়াজ বলেন, ‘মিস করা পেনাল্টির দিকে তাকালে এটা স্পষ্ট যে, যে কেউ একটি পেনাল্টি মিস করতে পারেন। তবে সমস্যা হলো এমবাপে পেনাল্টি বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও পেনাল্টি নিতে চাচ্ছে। সপ্তাহান্তে ও লিভারপুলের বিপক্ষে ম্যাচেও তিনি এটি আবারও দেখিয়েছেন। পেনাল্টি নিতে বিশেষ দক্ষ নন।’
তিনি আরও বলেন, ‘সে (এমবাপে) গোলরক্ষককে দেখার ভান করে। কিন্তু যখন আসল কিকের সময় আসে, তখন সে কিপারের দিকে মোটেও তাকায় না। সম্ভবত সে নেইমারকে অনুকরণ করার চেষ্টা করছে। বিশেষ করে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালীন পেনাল্টি সংক্রান্ত বিতর্কের কথা বিবেচনা করে। পেনাল্টির এই উদাহরণ কিছু পরিমাণে কিলিয়ান এমবাপের সম্পর্কে মানুষকে হতাশ করে।’
লা লিগায় রিয়ালের পরের ম্যাচ জিরোনার বিপক্ষে ৮ ডিসেম্বর।
এমএইচ/এএসএম